তরুন কবি মইনুল হাসান আবির’র এক গুচ্ছ কবিতা

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২১, ৫:১৭ অপরাহ্ণসাহিত্য পাতা:
(১)
দৌড়া বাজান
মইনুল হাসান আবির
আধুনিক যুগে আইসা পরছি আমি ধরা,
মর্ডান মাইয়া বিয়া কইরা দেখি ঘাড় ত্যাড়া।
সকাল-সন্ধ্যা প্যান প্যান ভাল্লাগে না আর,
মোবাইল নিয়া চ্যাট করে গেল মাথার তার!
রান্না-বান্না খবর নেইতো খাবে কখন স্বামী?
কিছু কইলে ক্যাট ক্যাট করে শুধু পাগলামী।
আইজ দেখি বড্ড খুশি পাইছে নতুন সিম
দু’জিবি তার এমবি অফার নাচে রিমঝিম।
সাত দিন যাবে চ্যাট করে হাসছে খিলখিল
দেখিয়াছি নতুন পাগল মর্ডান মাইয়ার মিল
কিছু কইলে বক বক করে আসে ছুঁ দিয়া,
পার পাবেনা এবার বুঝি দৌড়া বাজান গিয়া!
(২)
হতে চাই
মইনুল হাসান আবির
হতে চাই আমি রাঙা প্রদীপ
রাতের আলো অন্যের ভালো,
কাজ করিয়া গড়ব দ্বীপ।
হতে চাই আমি নদীর জল
বর্ষা এলে গগন তলে,
সূর্য হয়ে করব ঝলমল।
হতে চাই আমি স্নিগ্ধ সকাল
চাদর গায়ে ঘোমটা দিয়ে,
বুনন করিব গুচ্ছ কাব্যজাল।
হতে চাই আমি সত্যের বাণী
শব্দ দিয়ে কলম নিয়ে,
কুড়িয়ে আনব সাহিত্য খনি।
(৩)
তর্কওয়ালা
মইনুল হাসান আবির
গায়ে পড়ছে শুট পাঞ্জাবি
হাতে আবার ঘড়ি!
মুখে তাদের মিথ্যে বুলি
ভাষায় জুড়াজুড়ি।
না বুঝেই ঝগড়া করে
তর্কের শেষ নয়,
সাধু চুরে সেজদা দিয়ে
মানব সাজতে কয় !
সকাল সন্ধ্যা চটে তারা
অল্প কথা শুনে,
সত্য কথন বুঝে না সে
নিজ মেধা গুণে।
পরিহাস নেই বিন্দু মাত্র
তর্ক তাদের স্বভাব,
সবার সামনে করছে চুরি
তবুও তাদের অভাব !
অল্প জেনে বেশী বলে
সবি ভ্রান্ত মতবাদ,
তারা হচ্ছে ভয়ংকর জাতি
নিজ কর্মের ফাঁদ।
. . . . . . . . .