শিক্ষার্থীদের আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবে সার্ক কলেজ : অধ্যক্ষ ফারুক
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২০, ৯:০৩ অপরাহ্ণস্টাফ রিপোর্ট:
সিলেটের রায়নগরস্থ সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশ এর ২০২০-২০২১ সেশনের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্টিত হয়েছে। আজ দুপুর ১২টায় অনলাইনে অনলাইনে শ্রেণী কার্যক্রমের উদ্বোধন করেন সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশ এর অধ্যক্ষ রোটারিয়ান মোহাম্মদ মহি উদ্দিন ফারুক। কোভিড-১৯ মহামারীর কারণে সরকারের নির্দেশনা মোতাবেক একাদশ শ্রেণীর ভার্চুয়ালি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷
এসময় উৎসাহ উদ্দিপনায় এ ক্লাসে অংশ গ্রহন করে নবাগত শিক্ষার্থীরা। এসময় কলেজের অধ্যক্ষ মহি উদ্দিন ফারুক বলেন, কভিড- ১৯ এর কারনে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায় তারপর থেকে অত্যন্ত সুচারুভাবে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে সার্ক কলেজ এবং অনলাইনে দুটি পরীক্ষাও সম্পন্ন করেছে ৷
তিনি বলেন, সার্ক কলেজ তার ঐতিহ্যকে ধরে রেখে নবীন শিক্ষার্থীদের স্নপ্ন ও সুন্দর ভবিষ্যত সুনিশ্চিত করতে বদ্ধপরিকর ৷ বিপুল সংখ্যক শিক্ষার্থী , অভিভাবক ছাড়াও এতে উপস্থিত ছিলেন সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর রোটারিয়ান জাকির হোসাইন খাঁন সহ কলেজের অন্যন্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
বক্তারা বলেন,আধুনিক মানসম্মত শিক্ষার দৃঢ় প্রত্যয়ে মনোরম পরিবেশে গড়ে উঠেছে নবীন প্রজন্মর প্রিয় ক্যম্পাস সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশ। এ প্রতিষ্টানে শুরুতেই গুরুত্ব দেওয়া হয় নিয়ম শৃঙ্খলা ও পড়াশোনা দিকে। সাফল্যও এসেছে। প্রত্যেকটি পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে প্রতিষ্ঠানটি ভালো ফলাফল অর্জন করেছে। প্রতিষ্ঠার পর থেকে আর কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত সংস্কৃতির চর্চার কারণে উপজেলা অন্য শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় প্রতিষ্ঠানটি ব্যাপক পরিচিত লাভ করেছে।
শিক্ষকরা বলেন শিক্ষার্থীদের আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় পাঠ্যক্রম সাজাতে হবে পাঠ্যক্রম এমনভাবে সাজাতে হবে শিক্ষার্থীরা যাতে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় পারদর্শী হয়। একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ গঠনে নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।
. . . . . . . . .