তরুণ জাগো ঘূর্ণিপাকে : মইনুল হাসান আবির

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২০, ৫:৪০ অপরাহ্ণজাগো তরুণ বিজয় পানে-সত্য খড়গ লয়ে,
ভয় পেওনা আসব ফিরে-বিজয় নিশান বয়ে।
দেশকে করব ধর্ষণ মুক্ত-জীবন বাজি রেখে,
স্বাধীন মনে প্রতিবাদ কর-অগ্নি শক্তি মেখে।
টগবগে রক্ত গরম-জ্বালিয়ে দাও শত্রু,
মানব চোর বিনাশ কর-সঙ্গী কর মিত্র।
যৌবনকালে কাক সুন্দরী-তরুন মনে শক্তি,
সত্যের ভজন প্রতিষ্ঠা কর-এ তো মহা উক্তি।
ভয় কিসের!তরুণ তোমার-যদি হও অধিকার,
করব যুদ্ধ রণক্ষেত্রে-অনীক সবে পরিবার।
বিশ্বমঞ্চে ছিটিয়ে দেব-তরুণ শক্তির হাসি,
মিথ্যে বুলির জবাব চাই-বাঁজাও বাংলায় বাঁশি।
নর পিচাশ পতন চাই-বাংলার মাটি থেকে,
ধর্ষণ শাস্তি নিশ্চিত চাই-করব যুদ্ধ রুখে।
আহ্বান করি তরুণ ভাই-যোগ দাও দলে,
বিচার চাই ধর্ষকের-শাস্তি চাই সকলে।
. . . . . . . . .