বেকার

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২০, ১২:৪২ পূর্বাহ্ণবেকার
- বেকার থাকবো না আর
- কিছু একটা করবো এবার।
- ব্যবসা-টেবসা না হয়, চাকরি-বাকরি।
- ব্যবসায় কেবল বাকি
- সব চিনিয়ে নিতে চায় প্রতারকরা।
- নিজের লাভ নেই বরং লাভবান হয়
- বাজারের সভাপতি কিংবা নেতারা।
- চাকরি খুজতে যেতে হয় দালানে..
- কিন্তু সেখানে দাড়ানো দারোয়ান দেখলে ভয় হয়,
- মনে হয় লাটি হাতে তেড়ে আসে।
- তবে অন্যরাওতো অনেক কিছু করে
- …তা কেমন করে?
- সুদের দোকান খুললে কেমন হয় ?
- সুদখোর বলবেনা কেউ
- ঘুরিয়ে করলে সম্মান মিলবে বঠে।
- নাকি পতিতার ব্যবসা”
- খুবই লাভজনক হবে।
- অসম্মানের কিছু নয়,
- কেননা……
- বেশ বুশা থাকবে সম্মানের।
- এছাড়াও রয়েছে অনেক রকম চাকরি
- যেমন চামচামি, রাজনীতি, দালালি
- এসবও লাভজনক চাকরি এবং ব্যবসা।
- যাহা চলছে ভালো মুখোশের আড়ালে
- তার যে কোন, একটা করবো।
- মাস শেষে পকেট ভর্তি মাইনে পায়
- তাই গালভরা কথা দিয়ে, স্বপ্ন দেখায় বেকারদের।
- সব কিছুই মিথ্যা, বেকারত্বটাই বুঝি পুজি?
- না বেকার থাকবো না !
- যদি কোন কর্ম না পাই তবে ।
- দৌলতদিয়ায় কনডমের দোকান খুলবো!
- দেখবো কেবল মুখোশের ভেতরটা…
(লেখক: সাংবাদিক আব্দুল হাদী)
. . . . . . . . .