‘দ্যা ফিনিক্স ও ‘ পিইএলটিএবি’ র উদ্যোগে ‘রিয়েল ওয়ার্ল্ড লার্নিং’ বিষয়ক আয়োজন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২০, ৫:৩০ অপরাহ্ণস্টাফ রিপোর্ট:
শিক্ষকদের নিয়মিত পেশাগত দক্ষতা উন্নয়ন এর অংশ হিসেবে ‘রিয়েল ওয়ার্ল্ড লার্নিং ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এডুকেশন ” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ‘দ্যা ফিনিক্স’ এবং ‘দ্যা ফিনিক্স – ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স এলায়েন্স,বাংলাদেশ (পিইএলটিএবি)। বাস্তব জ্ঞান ভিত্তিক ইংরেজি ভাষা শিক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বিষয়ে পাঠদানে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালা আয়োজন করা হয়েছে।
ভার্চ্যুয়াল এ কর্মশালা পরিচালনা করবেন ব্রিস্টল ইউনিভার্সিটি, ইউকে এর গবেষক ড. মোহাম্মদ গোলাম জামিল। আগামী ১০ অক্টোবর শুক্রবার, রাত আট ঘটিকায় এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
এদিকে, এ কর্মশালায় অংশগ্রহণে আগ্রহীদের রেজিষ্ট্রেশন এর জন্য আহবান জানিয়েছেন, দ্যা ফিনিক্স এর এসোসিয়েট এডিটর এবং কর্মশালার সমন্বয়ক নওরীন কলি। তিনি জানান, সফলভাবে প্রশিক্ষণে গ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হবে। রেজিষ্ট্রেশন এর জন্য আয়োজক সংগঠন এর ফেইসবুক পেইজে বিস্তারিত তথ্য পাওয়া যাবে
. . . . . . . . .