বেলাশেষে কল্পনা : মইনুল হাসান আবির

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৫ অপরাহ্ণ
গোধূলির সন্ধ্যাবেলায় আকাশে বেশ-
কালো হাতিরা জমাট বেঁধেছে।
আর সূর্যাস্তের গগণে আমার মনে-
বিষাদ মাখা সুর বেঁজেছে।
মনের বিরহ অনল দাউদাউ করে জ্বলছে
আবছা আলোয় তো আরো বেশি,
তাই দিনশেষে রাতের ব্যাথা খুব কাঁদায়
হয়তো নিশি থেকে ব্যস্ত দিনটাই খুশি।
রাতে চাঁদের আলো চুপটি করে ডাকে
দূর থেকে হাতছানি দেয়,এই মনে-
জানালার বাহিরে বেশ আলোকিত করেছে
কিন্তু,ঘরে প্রবেশ করতে মানা বুঝি ! তোমার…
নানান প্রশ্নে সারারাত কাটে তোর মহিমায়
জোছনা রাতে,সবুজ ঘাসের উপর শিশির-
ফোঁটা আমার গায়ে শিহরন জাগে,
চাদরে ঢেকে রেখেছি এই নিশি রাতটা।
ঘাটের শেওলা দিয়ে ঘিরে রেখেছি জল
তোমার রাঙা চরণ ভিঁজবে বলে,
ঝিলের জলে ডুব সাঁতারে দেখেছি তোমায়
একগুচ্ছ শাপলা তুলে সাজাবো ছলে।
কল্পনা করে সব কিছু আলপনায় এঁকেছি
বাস্তবে তো মিথ্যে বলে জানি,
তাই বলে কি কালো কেশে ফুল দিতে ভুলেছি ?
গরুর গাড়িতে নীল শাড়িতেও তুমিই রানী।
হার মেনে যায় ভীতু পোকা,
ভয় করে সব কাজেই ! প্রেম করেছি-
ভালোবেসেছি জয় তো একদিন হবেই।
এসব ভাবনায় ডুবে থাকি প্রতিটি নিশিক্ষণ
তাইতো প্রভাত রবি রাঙানো হাসিতে,
পুষ্প লাইন ধরে ফুটে মনে আনন্দ জাগে
রাখাল ছুটে মাঠে সুর তুলে বাঁশিতে।
দিবা প্রহরে ব্যস্ত সময় পার করি সর্বদা
মনের কষ্ট গুলো ভিড় জমাতে পারে না,
নিজেই মিশে যাই যানজটের শহরে
ধোঁয়া ও পেট্রোলের গন্ধে শহরটা পরিচিত।
নিশিতে শুধু তারা ও চাঁদের আলো ডাকে
একটু প্রেম করিবার লাগি,
কষ্টের ট্রেইন হর্ণ দেয় বারে বারে
স্মৃতির চাকা ঘুরছে সর্বদা দিচ্ছে তাগি। . . . . . . . . .