ক্রমান্বয়ে বিস্তৃত হচ্ছে এমিরেটস নেটোওয়ার্ক : যুক্ত হচ্ছে আরও ৬ টি গন্তব্য

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২০, ৬:২৯ অপরাহ্ণডেস্ক রিপোর্ট : আগস্ট মাসের মাঝামাঝি সময়ের মধ্যে আরও ৬টি গন্তব্যে পুনরায় যাত্রীবাহী ফ্লাইট শুরু করতে যাচ্ছে এমিরেটস। জেনেভা (১৫ জুলাই), লস এঞ্জেলস (২২ জুলাই), দারুস সালাম (১ আগস্ট) প্রাগ ও সাও পাওলো (২ আগস্ট) এবং বোস্টন (১৫ আগস্ট) । এর ফলে এয়ারলাইন্সের নেটওয়ার্কে মোট গন্তব্যের সংখ্যা হবে ৫৮টি, যার মধ্যে ২০ টি ইউরোপ এবং ২৪ টি এশিয়া -প্যাসিফিক অঞ্চলে।
ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের মধ্যে ভ্রমণকারীরা দুবাইয়ে সুবিধাজনক সংযোগ পাচ্ছেন। ভ্রমণকারীদের জন্য উন্মুক্ত করার ফলে আগ্রহী যাত্রীরা দুবাইয়ে স্টপ-ওভার নিতে পারবেন।
৩০ নভেম্বর ২০২০ বা তার পূর্বে ভ্রমন করার জন্য ৩১ জুলাই ২০২০ এর মধ্যে টিকিট ক্রয়কারী যাত্রীরা কোভিড মহামারী বা ভ্রমন নিষেধাজ্ঞাজনিত কারণে ফ্লাইটের তারিখ পরিবর্তন করার প্রয়োজন হলে রিবুকিং-এর ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। ফ্লেক্স ও ফ্লেক্স প্লাস ভাড়ার ক্ষেত্রেও এই সুবিধা প্রযোজ্য হবে।
নির্দিষ্ট গন্তব্য ভ্রমণের জন্য সেই দেশের চাহিদা ও শর্তাবলী পূরণ করতে হবে যাত্রীদের। এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ৪ টি ফ্লাইট পরিচালনা করছে। বাংলাদেশ থেকে বিদেশে ভ্রমণকারী যাত্রীদের জন্য কোভিড নেগেটিভ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। . . . . . . . . .