আমেরিকায় করোনায় শিশুসহ ৪ বাংলাদেশীর মৃত্যু
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২০, ১০:১২ পূর্বাহ্ণডেস্ক রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আমেরিকায় গত ২৪ ঘন্টায় ১ বাংলাদেশী বংশোদ্ভূত শিশুসহ আরও চার বাংলাদেশী মৃত্যু হয়েছে। ১৫ বছর বয়সের শিশুটির নাম প্রিয়ম বণিক। তার পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন থেকেই প্রিয়ামের এ্যাজমা ছিলো। গত ২৪ মার্চ প্রিয়াম জ্বর, কাশি এবং শ্বাসকষ্টে ভুগলে তাকে ব্রঙ্কসের একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় যে মারা যায়।
আমেরিকার করোনাভাইরাস ট্রাস্ক ফোর্সের মুখপাত্র এ্যান্থনী ফাউসি বলেছেন, করোনার একটি ফলপ্রসূ ওষুধ পাওয়া গিয়েছে। আর সেটি হচ্ছে রেমডিসিভির। তিনি বলেন, এটা ফলাফল আশাব্যঞ্জক। সেই সাথে তিনি আরও বলেন, করোনাভাইরাস চিকিৎসায় আমেরিকা সঠিক পথে রয়েছে।
এ দিকে আমেরিকায় করোনায় আক্রান্তের পরিমাণ ১০ লাখ ৬০ হাজার এবং মৃত্যের সংখ্যা ৬১ হাজার ৬ শত। অন্যদিকে নিউইয়র্কে এ রিপোর্ট লেখা পর্যন্ত করোনায় আক্রান্তের পরিমাণ ৩ লাখ এবং মৃত্যের পরিমাণ ১৮ হাজার ২ শত। গত ২৪ ঘন্টায় নিউইয়র্ক স্টেটে মারা গিয়েছে ৩৩০ জন। এর মধ্যে হাসপাতালে ৩১৪ জন এবং নার্সিং হোমে ১৬ জন। এ পর্যন্ত আমেরিকায় করোনায় ২২১ জন বাংলাদেশী মারা গিয়েছেন।
গত ২৪ ঘন্টায় আমেরিকায় যে সব বাংলাদেশী মারা গিয়েছেন তারা হলেন- নিউইয়র্ক প্রবাসী ইঞ্জিনিয়ার সুজাউর রেজা চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে গত ২৯ এপ্রিল নিউইয়র্কের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…রাজিউন)। তার ছেলে শামিম রেজা চৌধুরী জানান, মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি চিকিৎসাধীন অবস্থায় লংআইল্যান্ড জুইস হাসপাতালে স্থানীয় সময় রাত ১২টা ২৫ মিনিটে শেষ নি:শ্বাস তাগ করেন। তিনি প্রায় দুই সপ্তাহ হাসপাতালে ছিলেন। তার ছেলে বাবার রুহের মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।
নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত এলাকা ব্রঙ্কসে বাবা-মার সাথে বসবাসকারী সুনীল বণিকের ছেলে প্রিয়ম বণিক মাত্র ১৫ বছর বয়সে গত ২৮ এপ্রিল ভোরে নিউইয়র্কের একটি হাসপাতালে পরলোক গমন করেন। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আগে থেকেই প্রিয়মের এ্যাজমা ছিলো। গত ২৪ মার্চ প্রিয়ম সর্দি, জ্বর এবং কাশিতে আক্রান্ত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসারত অবস্থায় সে মারা যায়। তার দেশের বাড়ি সিলেটের হবিগঞ্জে। তার পরিবার দীর্ঘদিন ধরেই নিউইয়র্কের ব্রঙ্কসে বসবাস করছে।
নিউইয়র্ক প্রবাসী কামাল হোসেন সালেহ করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
বস্টন প্রবাসী সৈয়দ কামরুল বাশার জামি করোনায় আক্রান্ত হয়ে ৫০ বছর বয়সে বস্টনের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। . . . . . . . . .





