ব্রিটেনে করোনাভাইরাস : প্রাণ গেলো ১১৬ বাংলাদেশীর
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২০, ৩:০২ পূর্বাহ্ণ২৪ ঘন্টায় এক বাংলাদেশীসহ ৮৮৮ জনের মৃত্যু, আক্রান্ত ৫,৫২৬ জন
বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস(কোভিড ১৯)এ টালমাটাল পুরোবিশ্ব।শক্তিধর রাষ্ট্র থেকে শুরু করে সকলেই অধরা শক্তির সাথে যুদ্ধে লিপ্ত রয়েছে।নিজেদের নাগরিকদের রক্ষায় হিমশিম খেতে হচ্ছে পরাশক্তিধর রাষ্ট্র গুলো থেকে শুরু করে সকলেই।এবারের কোভিড ১৯ শক্তিশালীদের মাথা নত করেছে।একের পর এক রাষ্ট্র লকডাউন করা হচ্ছে।তারপরও থামছেনা মৃত্যুর মিছিল।সময় যত গড়াচ্ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দীর্ঘ হচ্ছে। কোভিড-১৯ নে(১৮ এপ্রিল,শনিবার)পযন্ত বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ২৫০ বাংলাদেশী প্রান হারিয়েছেন।এদের মধ্যে শুধু ব্রিটেনে প্রায় ১১৬ বাংলাদেশী প্রান হারিয়েছেন।এ মহামারীতে প্রান হারোনোরদের তালিকা লিপিবদ্ধ করছেন লন্ডনের প্রবীন সাংবাদিক আবু তাহের চৌধুরী,প্রান হারানোদের আত্মীয়-স্বজনদের সাথে কথা বলে বেশ কিছু নাম এ পযন্ত লিপিবদ্ধ করেছেন।তিনি বলেন, নাম গুলো লিপিবদ্ধ করেছি কারণ হতো এ দিন থাকবে না,কিন্ত এ মহামারিতে যাদের হারিয়েছি তাদের হিসাব থাকবে বা জানা থাকবে কাদের হারালাম।
এ পযন্ত করোনাভাইরাসে প্রান হারিয়েছেন, প্রথম বাংলাদেশী ম্যানচেষ্টারের মোয়াজ্জেম হোসেন,যুক্তরাজ্যে সফরত মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাবেক কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান,লন্ডনের টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা গোলাপগজ্ঞ বাগিরঘাটের আফরোজ আলী,সিলেটের বিশ্বনাথ উপজেলার মুফতিরগাও গ্রামের বাসিন্দা মোহাম্মদ তোয়াহিদ আলী,একই উপজেলার বাওয়ানপুর গ্রামের বাসিন্দা ও লন্ডন শহরের হাজী মশহুদ আলী,লন্ডন শহরের বেথনালগ্রীনের বাসিন্দা ও জগন্নাথপুর উপজেলার দীঘলী গ্রামের মখদ্দুছ আলী,লন্ডনের শহরের বাসিন্দা ও জগন্নাথপুর উপজেলার ব্যাবসায়ী আলহাজ্ব আব্দুল নুর,লন্ডন শহরের বো এলাকার বাসিন্দা ও জগন্নাথপুর উপজেলার হাবিবুর রহমান,লন্ডন নিউহামের বাসিন্দা ও বিশ্বনাথ উপজেলার সাবাজপুর গ্রামের সুরুজ আলী,ব্রিটেনের কেন্টের বাসিন্দা ও নারায়নগজ্ঞের শফিকুল ইসলাম, কেন্টের বাসিন্দা ও সিলেটের আলী,ব্রিটেনের রসডেল এর বাসিন্দা ও জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের আব্দুল সোবহান কামালী,রসডেল এর বাসিন্দা ও মৌলভী বাজারের মোতাহির আলী,ইপ্সউইচের বাসিন্দা ও নবীগজ্ঞ উপজেলার দরবেশ পুরের কবির আহমদ,ইলর্ফোটের বেনটনের বাসিন্দা ও ছাতক উপজেলার জাউয়ার শাহ আলাউর রহমান,লন্ডন বেনজনসন রোডের বাসিন্দা ঢাকা ডেমরা এলাকার শাহাজান আলী, লন্ডনের কুইন্সপার্কের বাসিন্দা ও ওসমানীনগর থানার উমরপুর গ্রামের আলতু মিয়া,বামিংহামের বাসিন্দা ও নবীগজ্ঞের আব্দুল হক চৌধুরী,একই এলাকার সুরু মিয়া,উডগ্রীনের বাসিন্দা ও বিশ্বনাথ বাওয়ানপুরের মাসুদ আলী,ডকল্যান্ডের বাসিন্দা ও গোলাপগজ্ঞ লামা মনোহরপুরের হাজী ফখরুল ইসলাম, ইলফোর্ডের বাসিন্দা একাউন্টেন্ট দাউদুর রহমান,এজলিংটনের বাসিন্দা ও বিশ্বনাথ দোর্জাকাপনে আব্দুল মনাফ।
ইউরোপের তাবলীগ জামাতের আমির জুইসবাড়ীর বাসিন্দা ও জগন্নাথপুর উপজেলার ইন্ঞিনিয়ার জগন্নাথপুর আব্দুল মুকিত,লন্ডনের হ্যাকনি হোমারটন হাসপাতালের ইউরোলজি বিভাগের কনসালট্যান্ট ও নবীগজ্ঞ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামার গাঁও গ্রামের বাসিন্দা ডাক্তার আব্দুল মাবুদ চৌধুরী,ব্যাসায়ী চৌধুরী ফয়সল,লিভারপুলের বাসিন্দা ও ওসমানী নগর থানার খুজকিপুর গ্রামের খলিলুর রহমান,কেনিং টাউনের বাসিন্দা ও বিশ্বনাথ কোনারাই গ্রামের বদরুল ইসলাম টুনু,ষ্টেপনী গ্রীনের বাসিন্দা ও বিয়ানী বাজার দাসউড়া গ্রামের মৌলানা আব্দুল মুকিত,বাগের হাট জেলার দোমলারাই গ্রামের ব্যারিষ্টার মনিরুজ্জামান শেখ,লুটনের বাসিন্দা ও দক্ষিন সুরমা উপজেলার সিলামের দিবুল আহমদ,এর চার দিনের মাথায় মারা যান দিবুল আহমদের মাও,লুইসামের তৌহিদ আহমদ,জগন্নাথপুর শ্রীরামিশির ফিরুজ আলী সুফি, রেড ব্রিজের কাজী বাদল,নিউর্ফোটের হাজী মনির, বিশ্বনাথের আব্দুল হাই,ছাতকের আনসার মিয়া, শাহাজালাল মসজিদের ইমাম মুফতি মরতুজ হোসেইন খান,বিয়ানী বাজারের আফসার উদ্দিন।
বাংলা টাউনের মনির মিয়া,হলবনের বাসিন্দা ও মৌলভীবাজারের আবুল কালাম,লন্ডন গ্রীন ষ্ট্রিটের বাসিন্দা ও দিরাই জগদল গ্রামের সদরুল হক,বিয়ানী বাজার শ্রীধরা গ্রামের আলহা্জ্ব রউফুল ইসলাম, লন্ডন ক্যামডেন টাউনের সিরাজ উদ্দিন, ইলর্ফোটের বিলাল আহমদ, নড়াইলের মখছুদুল আলম বাদল, ফেনির চৌধুরী ইসলাম,লন্ডনের মনসুর খান, লন্ডন প্লাষ্টের বাসিন্দা ও বিশ্বনাথের হাজী সোলেমান,পপলার বাসিন্দা ও গোলাপগজ্ঞের জামিল আহমদ,ম্যানচেষ্টারের বাসিন্দা ও জগন্নাথপুর কুবাজপুর গ্রামের আলহা্জব আতিকুর রহমান,ওয়েস্ট লন্ডনের বাসিন্দা ও লালাবাজার বন গাঁও গ্রামের রুপজান বিবি,ম্যানচেষ্টারের হাইডের বাসিন্দা ও জগন্নাথপুর উপজেলারতিলক গ্রামের হাজী মনসুর খান,ইলর্ফোডের বাসিন্দা ও গোলাপগজ্ঞ উপজেলারতুড়ুগাও গ্রামের ব্যবসায়ী দিলাল আহমদ, ইজলিংটনের বাসিন্দা ও মৌলভীবাজার পাগুলিয়ার এরশাদ মিয়া,লন্ডন হোয়াইচ্যাপলের বাসিন্দা ও জগন্নাথপুর উপজেলার শাহার পাড়া গ্রামে,বিয়ানী বাজারের ছনগ্রামের বাসিন্দা জমসেদ আলী,
আলহাজ্ব বদরুল,মফিজুল ইসলাম বকুল,হাজী হিরা মিয়া,হাজী আহমেদ আল,হাজী মদরিছ আলী,মাহমুদুর রহমান,জসিম উদ্দিন,আব্দুস ছাত্তার,হাজী গোলাম রাব্বানী,সৈয়দ আশরাফ অলী,হাজী,ফখরুল ইসলাম,আলতাব আলী, শহিদ মিয়া,মুহিবুর রহমান চৌধুরী,রাকিব আলী,মুসফিক আহমদ চৌধুরী ,হাজী নোয়াজ উল্লাহ,তফজ্জুল আলী উরফে চান্দ আলী,দিলন আহমদ,এনামুল ওয়াহিদ,সর্ব শেষ মৃত্যু বরণ করেন নর্থ লন্ডনের বাসিন্দা ও মৌলভী বাজারের জেলার বাবলু মিয়া।
এছাড়াও বিভিন্ন জনের নাম ও ছবি দিয়ে সহযোগীতা করেছেন,আবুল কালাম আজাদ,আলহাজ্ব আব্দুল মানিক,মুসলেহ উদ্দিন,মাওলানা সিরাজুল ইসলাম সাদ,কয়েছ আলী,জয়নাল আবেদীন প্রমূখ। এদিকে,ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (শনিবার) এক বাংলাদেশীসহ ৮৮৮ জন প্রান হারিয়েছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১৫,৪৬৪ জনে।এছাড়া গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৫,৫২৬ জন। মোট আক্রান্তে সংখ্যা দাড়ালো ১,১৪,২১৭ জন।
অপরদিকে,বাংলাদেশীদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাপেইজ পরিবার,এক শোক বার্তায় মরহুম ও মরহুমাদের রুহেল আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমেবেদনা জানান। . . . . . . . . .





