ঢাকায় বিশ্বব্যাংক প্রেসিডেন্ট
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০১৬, ১১:১১ পূর্বাহ্ণতিনদিনের সফরে ঢাকা পৌঁছেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। রোববার বিকেলে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। ২০১২ সালের ১ জুলাই দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম বাংলাদেশ সফরে আসলেন তিনি।
হযরত শাহজালাল বিমানবন্দরে তাকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, বিশ্বব্যাংক সদর দফতরে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।
এছাড়াও ঢাকায় বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি চিমিয়াও ফানসহ সংস্থার কর্মকর্তারাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
সোমবার সকালে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব দারিদ্র্যমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে বরিশালে বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন তিনটি প্রকল্প ঘুরে দেখবেন জিম ইয়ং কিম। ওইদিন বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন তিনি।
পরে একইদিন বিকেলে বিশ্বব্যাংক কার্যালয়ে প্রেস ব্রিফিং ও বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক শেষে রাতেই ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার। . . . . . . . . .