কোম্পানীগঞ্জে ডাকাত দলের হামলায় চার পুলিশ সদস্য আহত
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০১৬, ১১:০৮ পূর্বাহ্ণসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ডাকাতদলের হামলায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে কোম্পানীগঞ্জের ধলাই সেতুর কাছে এ ঘটনা ঘটে। এসময় হামলা ঠেকাতে পুলিশ অন্তত ৪০টি ফাঁকা গুলি ছোড়ে।
আহত পুলিশ সদস্যরা হলেন- কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, রাশেদুল ইসলাম খান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ইসমাইল হোসেন।
তাঁরা ডাকাতদের বিক্ষিপ্তভাবে ছোড়া পাথরের আঘাতে আহত হন বলে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
এদিকে, ঘটনাস্থল থেকে বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ ডাকাত সর্দার রফিককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। রফিক মিয়া উপজেলার নয়া গাঙ্গের পারের কালাই মিয়ার পুত্র।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েস আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
. . . . . . . . .