মাধবপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১ ,আহত ৩
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০১৬, ১০:০০ অপরাহ্ণঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার রতনপুর নামক স্থানে বালুবাহী ট্রাকের সাথে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুর নূর (৫০) নামে এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।
নিহত আব্দুর নূর গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটির চালক ছিলেন । তিনি শায়েস্তাগঞ্জের পাইকপাড়ার সুরত আলীর পুত্র। মঙ্গলবার বিকেলে সাড়ে তিনটায় দুর্ঘটনাটি ঘটেছে।
আহতরা হলে মনির মিয়া (২২), ইমন মিয়া (১৮) আহতদের মধ্যে মনির মিয়াকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং গুরুত্বর আহত অবন্থায় ইমন মিয়া (১৮)কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপর একজনের পরিচয় জানা যায়নি।
মাধবপুর থানার এসআই গিয়াস উদ্দিন খান ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার খবর নিশ্চিত করেন। . . . . . . . . .