জৈন্তাপুরে ট্রাকচাপায় নিহত ১, আরেকজনের অবস্থা আশঙ্কাজনক
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০১৬, ৯:২৭ অপরাহ্ণজৈন্তাপুর প্রতিনিধি ::
সিলেটের জৈন্তাপুর ট্রাকচাপায় একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত আরো দুইজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত গোবিন্ধ দাস (২৬) জৈন্তাপুর উপজেলার আলুবাগান এলাকার অভিনাশ দাসের ছেলে। দুর্ঘটনায় আহতরা হচ্ছেন এই গ্রামের পলাশ দাস (১৮) ও ইমন (১৬)। তন্মধ্যে পলাশকে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সিলেটগামী পাথরবোঝাই একটি ট্রাক (চুয়াডাঙ্গা-ট-১১-০৪৯৭) সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার বিরাইমারা (কদমখাল) নামক স্থানে নাম্বারবিহীন একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গোবিন্ধ দাস নিহত হন। আহত দুই জনকে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক পলাশের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা সড়ক অবরোধ করেন। পরে ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান ঘটনাস্থলে এসে গণমান্য ব্যক্তিদের সহায়তায় অবরোধ তুলে দেন।
এখলাছুর রহমান জানান, জৈন্তাপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।
. . . . . . . . .