আপনাদের দাম্পত্য সম্পর্ক কি শেষের পথে?
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০১৬, ১:৫২ অপরাহ্ণবিয়ের প্রথমদিকে আমাদের মধ্যে গাঢ় ভালোবাসা ছিল। সবকিছুই অসাধারণভাবে সুন্দর ছিল। কিন্তু কিছুদিন না যেতেই আমরা পরস্পরের সঙ্গে শত্রুর মতো আচরণ শুরু করি। আমাদের মধ্যে আর কোনো ভালোবাসাও অবশিষ্ট নেই, বলেছেন ২৭ বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিবেক ফ্রান্সিস।
এরকমটা ঘটা অস্বাভাবিক কিছু নয়। হানিমুন পর্যায় শেষ হয় কোনো রুপকথার গল্পের মতো; অথবা শুধুই তিক্ততায়। সম্পর্কে যখন তিক্ততা ছাড়া আর কিছুই থাকে না তখন বুঝতে হবে আপনাদের দাম্পত্য সম্পর্ক সত্যিকার অর্থেই সমস্যাগ্রস্ত হয়ে পড়েছে। পাঁচ লক্ষণে বুঝবেন কোনো দাম্পত্য সম্পর্ক থেকে বেরিয়ে আসার সময় হয়েছে কিনা।
অস্তিত্বহীন সঙ্গী বা সঙ্গীনি: বন্ধুরা যখন জিজ্ঞেস করেন তারা আপনার জীবন সঙ্গী বা সঙ্গীনির দেখা পাবেন কবে? আর এর উত্তরে আপনি শুধু একথাটিই বলেন, “শিগগিরই…কোনো একদিন”। আপনি যদি আপনার জীবন সঙ্গী বা সঙ্গীনিকে ঘনিষ্ঠ বন্ধু মহলে পরিচয় করিয়ে দিতে সুখি বোধ না করেন এবং নিজেকে “আমি একাকী” হিসেবে উপস্থাপন করতে চান তাহলে বুঝতে হবে আপনার বিচ্ছেদের সময় হয়ে এসেছে।
আস্থাহীনতা: অর্থ ব্যয় বা আপনার চেয়ে ভালো গুনগত মান সম্পন্ন কোনো বন্ধুকে জীবন সঙ্গী বা সঙ্গীনির সাথে পরিচয় করিয়ে দিতে গিয়ে যদি আপনি নিরাপত্তাহীনতায় ভোগেন তাহলে বুঝতে হবে আপনাদের দু’জনের মাঝে আর কোনো আস্থা বা বিশ্বাস অবশিষ্ট নেই। সঙ্গী বা সঙ্গীনির ওপর যদি অর্থ এবং অন্যান্য বিষয়ে কোনো আস্থা না থাকে তাহলে বুঝতে হবে আপনারা দু’জনে আর একসঙ্গে থাকার মতো অবস্থায় নেই।
ঝগড়া, ঝগড়া, ঝগড়া: নিজেকে জিজ্ঞেস করুন সর্বশেষ কবে আমি আমার জীবন সঙ্গী বা সঙ্গীনির সাথে গুনগত মান সম্পন্ন সময় কাটিয়েছি? আপনি যদি এ ধরনের কোনো সময়ের কথা মনে করতে না পারেন কিন্তু ঝগড়া-ঝাটির কথা আপনার ঠিকই মনে পড়ছে তাহলে বুঝবেন আপনাদের দুজনের পরস্পরের কাছ থেকে একটু বিরতি নেওয়া দরকার।
প্রতারণার চিন্তা করা: আপনি কি কখনো আপনার সঙ্গী বা সঙ্গীনির সাথে প্রতারণা করার কথা চিন্তা করেছেন? আর এ ধরনের চিন্তা যদি আপনাকে সুখি করে তাহলে বুঝবেন আপনাদের সম্পর্কে কিছু একটা সমস্যা আছে। এ থেকে স্পষ্টতই বুঝা যায় সঙ্গী বা সঙ্গীনির প্রতি আপনার সত্যিকার অর্থেই কোনো আবেগ বা ভালোবাসার অনুভুতি নেই। আপনি যদি ইতিমধ্যেই তার সঙ্গে প্রতারণা করে থাকেন তাহলে তাকে সত্য কথাটি জানিয়ে দিন এবং এখনই সম্পর্কের অবসান ঘটান।
কোনো ভবিষ্যত নেই: আপনি যদি মনে মনে এই সম্পর্ককে শুধু সাময়িকের জন্য আনন্দ-বিনোদন হিসেবে গণ্য করে থাকেন কিন্তু ওপরে ওপরে আন্তরিকতার ভান করেন তাহলে তা একটি অনৈতিক কাজ হচ্ছে। যদি এমন হয় আপনি মাত্র নতুন সম্পর্কে জড়িয়েছেন এবং ইতিমধ্যেই তার একটি টাইমলাইনও এঁকে ফেলেছেন তাহলে সে সম্পর্ক থেকে এখনই বের হয়ে আসা উচিত।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া
এরকমটা ঘটা অস্বাভাবিক কিছু নয়। হানিমুন পর্যায় শেষ হয় কোনো রুপকথার গল্পের মতো; অথবা শুধুই তিক্ততায়। সম্পর্কে যখন তিক্ততা ছাড়া আর কিছুই থাকে না তখন বুঝতে হবে আপনাদের দাম্পত্য সম্পর্ক সত্যিকার অর্থেই সমস্যাগ্রস্ত হয়ে পড়েছে। পাঁচ লক্ষণে বুঝবেন কোনো দাম্পত্য সম্পর্ক থেকে বেরিয়ে আসার সময় হয়েছে কিনা।
অস্তিত্বহীন সঙ্গী বা সঙ্গীনি: বন্ধুরা যখন জিজ্ঞেস করেন তারা আপনার জীবন সঙ্গী বা সঙ্গীনির দেখা পাবেন কবে? আর এর উত্তরে আপনি শুধু একথাটিই বলেন, “শিগগিরই…কোনো একদিন”। আপনি যদি আপনার জীবন সঙ্গী বা সঙ্গীনিকে ঘনিষ্ঠ বন্ধু মহলে পরিচয় করিয়ে দিতে সুখি বোধ না করেন এবং নিজেকে “আমি একাকী” হিসেবে উপস্থাপন করতে চান তাহলে বুঝতে হবে আপনার বিচ্ছেদের সময় হয়ে এসেছে।
আস্থাহীনতা: অর্থ ব্যয় বা আপনার চেয়ে ভালো গুনগত মান সম্পন্ন কোনো বন্ধুকে জীবন সঙ্গী বা সঙ্গীনির সাথে পরিচয় করিয়ে দিতে গিয়ে যদি আপনি নিরাপত্তাহীনতায় ভোগেন তাহলে বুঝতে হবে আপনাদের দু’জনের মাঝে আর কোনো আস্থা বা বিশ্বাস অবশিষ্ট নেই। সঙ্গী বা সঙ্গীনির ওপর যদি অর্থ এবং অন্যান্য বিষয়ে কোনো আস্থা না থাকে তাহলে বুঝতে হবে আপনারা দু’জনে আর একসঙ্গে থাকার মতো অবস্থায় নেই।
ঝগড়া, ঝগড়া, ঝগড়া: নিজেকে জিজ্ঞেস করুন সর্বশেষ কবে আমি আমার জীবন সঙ্গী বা সঙ্গীনির সাথে গুনগত মান সম্পন্ন সময় কাটিয়েছি? আপনি যদি এ ধরনের কোনো সময়ের কথা মনে করতে না পারেন কিন্তু ঝগড়া-ঝাটির কথা আপনার ঠিকই মনে পড়ছে তাহলে বুঝবেন আপনাদের দুজনের পরস্পরের কাছ থেকে একটু বিরতি নেওয়া দরকার।
প্রতারণার চিন্তা করা: আপনি কি কখনো আপনার সঙ্গী বা সঙ্গীনির সাথে প্রতারণা করার কথা চিন্তা করেছেন? আর এ ধরনের চিন্তা যদি আপনাকে সুখি করে তাহলে বুঝবেন আপনাদের সম্পর্কে কিছু একটা সমস্যা আছে। এ থেকে স্পষ্টতই বুঝা যায় সঙ্গী বা সঙ্গীনির প্রতি আপনার সত্যিকার অর্থেই কোনো আবেগ বা ভালোবাসার অনুভুতি নেই। আপনি যদি ইতিমধ্যেই তার সঙ্গে প্রতারণা করে থাকেন তাহলে তাকে সত্য কথাটি জানিয়ে দিন এবং এখনই সম্পর্কের অবসান ঘটান।
কোনো ভবিষ্যত নেই: আপনি যদি মনে মনে এই সম্পর্ককে শুধু সাময়িকের জন্য আনন্দ-বিনোদন হিসেবে গণ্য করে থাকেন কিন্তু ওপরে ওপরে আন্তরিকতার ভান করেন তাহলে তা একটি অনৈতিক কাজ হচ্ছে। যদি এমন হয় আপনি মাত্র নতুন সম্পর্কে জড়িয়েছেন এবং ইতিমধ্যেই তার একটি টাইমলাইনও এঁকে ফেলেছেন তাহলে সে সম্পর্ক থেকে এখনই বের হয়ে আসা উচিত।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া
. . . . . . . . .