জনগণকে জঙ্গিবাদ মোকাবেলায় সেচ্চার হতে হবে: প্রধানমন্ত্রী
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০১৬, ১:২৮ অপরাহ্ণপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জঙ্গিবাদ একটি বিশ্বজনীন সমস্যা। এটা বাংলাদেশের একক সমস্যা নয়। গোটা বিশ্বে এ সমস্যা দেখা দিয়েছে। জঙ্গিবাদ মোকাবেলায় আমাদের সবাইকে একত্রিত হতে হবে’।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
জঙ্গিবাদের বিরুদ্ধে সেচ্চার হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণকে জঙ্গিবাদ মোকাবেলায় সেচ্চার হতে হবে। এজন্য যে যার জায়গা থেকে কাজ করতে হবে।
গাজীপুরে টাম্পাকো ফয়লস লিমিটেডের পলিপ্যাকেজিং কারখানায় রিস্ফোরণের কথা উল্লেখ করে তিনি বলেন, যেসব কারখানায় দাহ্য পদার্থ ব্যবহার করা হয় সেসব কারখানা মালিক ও সংশ্লিষ্টদের সাবধান হতে হবে। এটা শিল্পের স্বার্থে এবং নিজের স্বার্থে করতে হবে।
বাংলাদেশের উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষ ভালো আছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, আগমীকাল (১৪ সেপ্টেম্বর) আমি দেশের বাইরে যাচ্ছি জাতিসংঘে অংশ নেওয়ার জন্য। সেখানে দেশ ও জনগণের কথা বলবো।
এসময় রাজনীতিক, কূটনীতিক ও সামাজের বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
. . . . . . . . .