সিটিসেলকে ২ মাসের মধ্যে পাওনা পরিশোধের নির্দেশ

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০১৬, ২:৫৯ অপরাহ্ণসিটিসেলকে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত স্বাভাবিক কার্যক্রম চালাতে বাধা প্রদান না করতে হাইকোর্টের দেয়া নির্দেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। সেই সাথে বিটিআরসি’র পাওনা পরিশোধের জন্য ২ মাস সময় দেয়া হয়েছে। এর মধ্যে প্রথম মাসে ৩ ভাগের ২ ভাগ ও দ্বিতীয় মাসে বাকি টাকা পরিশোধ করতে হবে।
আজ সোমবার (২৯ আগস্ট) প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
এর আগে ২২ আগস্ট বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের হাইকোর্টের একক বেঞ্চ বিটিআরসির পক্ষ থেকে সিটিসেলকে দেওয়া শোকজ নোটিশের সময় পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।
এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
পৌনে ৫শ কোটি টাকা রাজস্ব বকেয়া থাকা সিটিসেল গ্রাহকদের প্রথমে ১৬ আগস্ট ও পরবর্তীতে ২৩ আগস্ট পর্যন্ত বিকল্প সেবা গ্রহণের পরামর্শ দেওয়া হয়। ২৩ আগস্ট সিটিসেলের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত অর্থাৎ, অপারেশনাল কার্যক্রম বন্ধ করে দেয়ার কথা ছিলো।
. . . . . . . . .