শাবিতে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধুর মুরাল
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০১৬, ৩:৫৫ অপরাহ্ণশাবি প্রতিনিধি : অবশেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গোল চত্তরের পাশে ভিসি ভবনের সামনে এ মুরালটি নির্মাণ করা হচ্ছে। আগামী ১৫ আগস্ট জাতীয় শোকদিবসের আগেই এর মূল কাজ শেষ হবে বলে জানিয়েছেন মুরাল নির্মানের সাথে জড়িতরা। এতে ব্যয় ধরা হয়েছে ১২ লাখ ৮ হাজার টাকা। মুরাল নির্মাণের সময় ধরা হয়েছে ৪৫ কর্মদিবস। আর এর ডিজাইন করেছেন মৌলভীবাজারের শেখ নাঈম উদ্দিন টিপু।
এর আগে শাবিপ্রবিতে বঙ্গবন্ধুর মুরাল নিমার্ণের জন্য ব্যাপক আন্দোলন করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগসহ শিক্ষাথীরা। এরই মধ্যে শুরু করা হয়েছে মুরাল স্থাপনের অবকাঠামোগত নির্মাণ কাজ।
সরেজমিন গিয়ে দেখা গেছে, গাডওয়াল নির্মানসহ বেদি তৈরীর কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে। এর নির্মান কাজ পরিচালনা করছে নির্মাণ প্রতিষ্ঠান আফিয়া কন্সট্রাকসন। নির্মাণকাজ নিজে উপস্থিত থেকে তদারকি করছেন আফিয়া কন্সট্রাকশন এর স্বত্তাধীকারী হেদায়েতুল ইসলাম।
তিনি জানান, কাজ খুব দ্রুততার সাথে এগিয়ে চলছে। ১৫ আগস্টের সাথে সকলের আলাদা এক আবেগ জড়িত। আর তাই তারা চাইছেন ১৫ আগস্টের আগেই মুরালের বেদি তৈরীসহ মূল কাজ শেষ করে নিতে। সে লক্ষেই তারা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন।
শাবিপ্রবির প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান বলেন, ৪৫ কর্মদিবসের মধ্যে মুরালের নির্মান কাজ সম্পন্ন করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১২ লাখ ৮ হাজার টাকা। আগামী ১৫ আগস্টের মধ্যে মুরালটি শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দিতে পারবেন বলে তিনি আশাবাদি। এটি নির্মাণ করা হবে বিশেষ প্রক্রিয়ায় পরীক্ষিত সিরামিক টাইলস দিয়ে। এর মূল চত্তর হবে ৪৭ ফুট বাই ২৫ ফুট। মোড়াল হবে ৬ ফুট বাই ১০ ফুট।
মুরালটির ডিজাইনার শেখ নাঈম উদ্দিন টিপু বলেন, মুরালটি মাল্টিকালার হবে। বিভিন্ন ধরনের সিরামিক টাইলস ব্যবহারের মাধ্যমে প্রতিকৃতিটি ফুটিয়ে তোলা হবে। ভালো মানের উপকরন ব্যবহারের মাধ্যমে দৃষ্টিনন্দন হবে মুরালটি।
এ বিষয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি অঞ্জন রায় বলেন, বাংলাদেশ ছাত্রলীগ শাবিপ্রবি শাখার দাবির প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল প্রতিস্থাপন করা হচ্ছে যাতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা জাতীয় দিবসগুলোতে ইতিহাসের এই মহান নায়কের প্রতি সম্মান প্রদর্শন করতে পারে।
. . . . . . . . .