অনলাইন মিডিয়া জনপ্রিয় হয়ে উঠছে
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০১৬, ৬:৩৬ অপরাহ্ণঅনলাইন মিডিয়া দেশের জনগণের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠছে মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য (ভিসি) ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, অনলাইন মিডিয়া সারা বিশ্বব্যাপি দেখা যাচ্ছে। এই কারণে এই মিডিয়াকে অনেক সচেতনভাবে সংবাদ প্রকাশ করতে হবে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে দ্য এপারেল নিউজ ডটকম নামে একটি নিউজপোর্টালের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ ডিজিটাল হওয়াতে প্রত্যেক গণমাধ্যমই জনগণের দৃষ্টিতে আসছে এবং জনগণ সেগুলোকে দেখছে। সাংবাদিকদের প্রশিক্ষণ প্রয়োজন কারণ, প্রশিক্ষিত সাংবাদিক যখন সাংবাদিকতায় আসবে তখন সংবাদ অনেক বস্তুনিষ্ঠ হবে।
অনুষ্ঠানে দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, পোশাক খাত হচ্ছে বাংলাদেশের অর্থনীতির প্রাণ। তৈরি পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা ৫০ লাখ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে। বর্তমানে এ খাতের রপ্তানি আয় ২৬.৬ বিলিয়ন।
তিনি আরো বলেন, বাংলাদেশে তৈরি পোশাকের অনেক বড় বাজার হচ্ছে জার্মানি। তারা নীল উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশকে বেছে নিয়েছে, তাদের নীল জিনস তৈরির জন্য।
প্রসঙ্গত, গামেন্টস প্রস্তুতকারক ও গার্মেন্টস রপ্তানিকারক দেশ হিসেবে ১৯৮১-৮২ সালে ০.১ বিলিয়ন ডলার রপ্তানি করে বাংলাদেশের পথচলা শুরু করে। এর পর থেকে বাংলাদেশকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ধারাবাহিকভাবে পোশাক রপ্তানিতে এর পরিমাণ বেড়ে আজ ২৬.৬ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে।
শ্যামল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিজিএমইএ’র সহসভাপতি (ফাইনান্স) মোহাম্মদ নাসির, একাত্তর টিভির পরিচালক (নিউজ) সৈয়দ ইশতিয়াক রেজা, এপারেল নিউজ এর সম্পাদক অমিত কে বিশ্বাস প্রমুখ। . . . . . . . . .