কাদলেন কামরান,কাদালেন দুই চেয়ারম্যান প্রার্থীকেও !

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০১৬, ১২:২৫ অপরাহ্ণসিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমেদ কামরান বলেছেন, ‘দেশের উন্নয়ন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নৌকা মার্কায় ভোট দিতে হবে। জনগণ সকল ক্ষমতার মালিক। তাই ক্ষমতার মালিকদের কাছে এসেছি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পরাজয় হলেও ২০১৯ সালের আগে সরকার পরিবর্তন হবে না। সিলেটে এখন পর্যন্ত যতগুলো ইউনিয়নে নির্বাচন হয়েছে তার সবকটিতেই নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।’
সোমবার বিকেল তিনটায় ধর্মপাশা উপজেলার মধ্যনগর বাজারে মধ্যনগর ও চামরদানি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত দুই চেয়ারম্যান প্রার্থীর পক্ষে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বক্তব্য দেওয়ার সময় নৌকা মার্কায় ভোট চেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কেঁদে ফেলেন। এ সময় তাঁর পাশে থাকা দুই চেয়ারম্যান প্রার্থীও কেঁদে ফেলেন এবং চোখের পানি মুচতে থাকেন।
তিনি তাঁর বক্তব্যে মধ্যনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রবীর বিজয় তালুকদার ও চামরদানি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলমগীর খসরুকে জনগণের আমানত ভোট দিয়ে জয়যুক্ত করার আহŸান জানান।
পথসভায় মধ্যনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অখিল তালুকদারের সভাপতিত্বে ও মধ্যনগর থানা আওয়ামী লীগের যুগ্ম আহŸায়ক কুতুব উদ্দিনের পরিচালনায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. রণজিত সরকার, সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, এমসি কলেজ শাখা ছাত্রলীগ নেতা লিটন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ্রত সামন্ত সরকার, মধ্যনগর থানা আওয়ামী লীগের সাবেক আহŸায়ক গিয়াস উদ্দিন নূরী, মধ্যনগর থানা আওয়ামী লীগ নেতা খসুরুজ্জামান বাবলু, মধ্যনগর চেয়ারম্যান প্রার্থী প্রবীর বিজয় তালুকদার, চামরদানি আলমগীর খসরু প্রমুখ। . . . . . . . . .