ছাত্রদলের বিদ্রোহী আন্দোলনে নতুন মেরুকরন!

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ মে ২০১৬, ১২:১৬ অপরাহ্ণদীর্ঘ ১২ বছর পর সিলেট জেলা ও মহানগরের কমিটি গঠনের পর থেকেই শুরু হয় একটি পক্ষের তুমুল বিদ্রোহ।বিদ্রোহীদের কঠোর অবস্থানের কারনে প্রথম দিকে রাজপথে নামতেই পারেনি ছাত্রদলের পদ পাওয়া নেতারা।
এমনকি শহীদ মিনারের সামনে মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক আবু সালেহ লোকমানকে লাঞ্ছিত করার মতো ঘটনাও ঘটেছে। বিদ্রোহী বলয়ে প্রথম থেকেই আছেন সিলেট ছাত্রদলের অনেক হেভীওয়েট নেতারা আবার ছিলেন না অনেকেই। অনেকেই পালন করেছেন নীরবতা।
বিদ্রোহীদের মধ্যে রয়েছেন- কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি(সিলেট বিভাগ) মাহবুবুল হক চৌধুরী(ভিপি মাহবুব), কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক আহমেদ চৌধুরী ফয়েজ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল মোর্শেদ, মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ,হোসেন খান,সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না।
এদিকে বিভিন্ন কৌশল অবলম্বন করে কমিটির পক্ষ ধীরে ধীরে তাদের কার্যক্রম চালিয়ে যেতে থাকেন। অনেকেই বলতে থাকেন যে বিদ্রোহীদের অন্দলন হয়তো শেষের দিকে।
কিন্তু হঠাতই বিদ্রোহীরা নতুন চমক দেন বিগত ৬ই মে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে। এতে বিদ্রোহী আন্দোলন মোড় নিচ্ছে নতুন করে।
সিলেট ছাত্রদলকে হাসির খোরাক থেকে রক্ষায় আন্দোলন গড়ে তুলতে আহবান জানিয়ে যে বিজ্ঞপ্তি পাঠানো হয় তাতে দেখা যায় অনেকের নাম যারা পূর্বে বিদ্রোহীদের সাথে ছিলেন না। অনেকেই আবার কমিটির পক্ষেও ছিলেন।
এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক চৌধুরী মতিউল বারী খুর্শেদ, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফখরুল ইসলাম, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজিজুল হোসেন আজিজ, সিলেট সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক দেওয়ার জাকির হোসেন খান, অর্পণ ঘোষ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার।
এ ব্যাপারে ছাত্রদল নেতা মতিউল বারীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন- ‘বিদ্রোহী বলে আলাদা করার কিছুই নেই। দলকে ভালোবাসি বলেই ছাত্রদল্ কে সবার কাছে হাসির খোরাক থেকে বাচাতে একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র’।
মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজিজুল হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
এখন দেখার পালা নতুন এই মেরুকরন বিদ্রোহি আন্দোলনকে কতটুকু সফলতা এনে দেয়।
. . . . . . . . .