সাজা পেতে পারেন আরো ২৬ মন্ত্রী এমপি
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০১৬, ১০:২৬ পূর্বাহ্ণঅবৈধ সম্পদ অর্জন সম্পর্কিত হাইকোর্টের রায় আপিল বিভাগে খারিজ হওয়ায় পুন:শুনানিতে পড়তে হবে আরো ২৬ জন ভিআইপিকে। এর মধ্যে আছেন সাবেক কয়েকজন মন্ত্রী এবং এমপি।
দুদকের আইনজীবী জানিয়েছেন ১১ জনের মামলা পুন:শুনানির প্রস্তুতি নিয়েছেন তারা। এ ক্ষেত্রে দুদকের দাবি তাদের কাছে সবাই সমান।
ফখরুদ্দিন মইনউদ্দিনের আমলে প্রথম দফায় সন্দেহভাজন দুর্নীতির ৫৬ জন দুর্নীতিবাজের তালিকা প্রকাশ করে দুদক। তখন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও কমিশনারে পদ ছিলো শূণ্য। অভিযোগ ওঠে আইন লংঙ্ঘন করে তালিকা প্রকাশ করে সচিব। ঐ তালিকা থেকে নিম্নআদালতে সাজা প্রাপ্ত ৪০ জন আপিল করলে কয়েক জনের সাজা বাতিল করেন হাইর্র্কোট। তবে দুর্নীতির গুরুত্ব বিবেচনায় হাইকোর্টের রায়কে যুক্তিযুক্ত মনে করেনি আপিল বিভাগ।
যে কারণে খারিজ করেছেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর মায়ার রিভিউ আবেদন। হাইকোর্টে সাজার রায় বাতিল হলেও একই প্রেক্ষাপটে পুন:শুনানির তালিকায় আসছে সাবেক মন্ত্রী নাজমুল হুদা, ইকবাল হাসান, মাহমুদ টুকু, আমানউল্লাহ আমান,মীর নাসির ও তার ছেলে মীর হেলালসহ এমপি হাজী সেলিমের নাম।
পুন:শুনানি হতে পারে সরকারি দলের কয়েকজনের সাজা বাতিলের মামলাও।
দুদকের দাবি আপিল বিভাগের পুন:শুনানি আদেশের মাধ্যমে প্রমাণিত হয়েছে প্রতিষ্ঠানটি কাউকে ছাড় দেয় না।
তবে এর আগেই সাবেক মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, এমপি পঙ্কর দেবনাথ,ইকবাল ও শেখ আব্দুল্লাহর সাজা খারিজ করে দেয়া
হাইকোর্টের রায় বহাল ছিলো আপিল বিভাগেই।
. . . . . . . . .