‘কুটুক্তি’ নিয়ে সিসিকের মাসিক সভায় হট্টগোল

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০১৬, ৯:২০ অপরাহ্ণনিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মাসিক সভায় সাধারণ আসনের কাউন্সিলর কর্তৃক সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরদের ‘কুটুক্তি’র জের ধরে চরম হট্টগোল দেখা দেয়। এক পর্যায়ে মহিলা কাউন্সিলররা মাসিক সভা বয়কট করেন।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সিটি করপোরেশনের হলরুমে শুরু হওয়া সিসিকের মাসিক সভা বিরতির পর পুনরায় শুরু হলে উপস্থিত কয়েকজন কাউন্সিলর মহিলা কাউন্সিলরদের লক্ষ্য করে ‘কুটুক্তি’ করেছেন এমন অভিযোগ করেন সভায় উপস্থিত ৮ মহিলা কাউন্সিলর। এর জের ধরে মহিলা কাউন্সিলররা মাসিক সভা বয়কট করেছেন।
সিসিক’র সংরক্ষিত ৯নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট রোকসানা বেগম শাহনাজ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার দুপুরে সিসিকের মাসিক সভা শুরু হয়। দুপুরের বিরতির পর পুনরায় সভা শুরু হলে কয়েকজন কাউন্সিলর মহিলা কাউন্সিলরদের নিয়ে কটুক্তি করেন। আমরা এর প্রতিবাদ জানিয়ে এ ধরনের কটুক্তি না করার অনুরোধ জানাই। কিন্তু তারা এতে কর্ণপাত করেননি। মহিলা কাউন্সিলরদের নিয়ে কটুক্তির প্রতিবাদে আমরা সভা বর্জন করেছি। আমরা সিসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের সাথে কথা বলে সভায় দেয়া কাউন্সিলরদের বক্তব্য এক্সপাঞ্চ করার দাবি জানাবো। আমাদের দাবি না মানা হলে পরবর্তী কর্মসূচী দেয়া ঘোষণা করা হবে।
তবে বিকের পৌনে ৫টার দিকে সিসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের সাথে যোগাযোগ করা হলে তিনি মাসকি সভায় আছেন এবং এবিষয়ে পরে কথা বলবেন বলে জানান।
. . . . . . . . .