মোগলগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের হিরণ মিয়া বিজয়ী
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০১৬, ৯:৫০ অপরাহ্ণস্টাফ রিপোর্টার:: সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিরণ মিয়া ৫২৭ ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এ ইউপিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে মোট ৯ টি কেন্দ্রে নৌকা প্রতীক নিয়ে হিরণ মিয়া পেয়েছেন ৫ হাজার ৯২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান সামসুল ইসলাম টুনু। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৪০২।
উপজেলার অন্য ৭টি ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রের ফলাফলও রিটার্নিং কর্মকর্তার কাছে জমা হতে শুরু করেছে। দুই লক্ষাধিক ভোটারের এই উপজেলায় চেয়ারম্যান পদে ৮ ইউনিয়নে ৪০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছঅড়া ৩৫৯ সাধারণ সদস্য ও ৯১জন সংরক্ষিত মহিলা সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
. . . . . . . . .