নির্বাচন এবং ‘জামান’ একই সূত্রে গাঁথা!

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৩৮ অপরাহ্ণজেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক হয়েছিলেন প্রায় ১৯ বছর আগে। তাও আবার ভোটে বিজয়ী হয়ে। সে সময় পরাজিত করেছিলেন তার প্রতিদ্বন্দি বদরুজামান সেলিম কে।
এরপর ইলিয়াস জমানায় সিলেট মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক। পাশাপাশি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি ও সিলেট জেলা শাখার আহবায়ক। যখন যেখানে দায়িত্ব পালন করেছেন সামসুজ্জামান জামান ছিলেন সবচেয়ে সফল রাজনিতীবীদ । তার দক্ষ নেতৃত্বে সিলেট বিভাগে স্বেচ্ছাসেবকদল আজ সবচেয়ে শক্তিশালী সংগঠন। ঝিমিয়ে পড়া একটি সংগঠন জামান’র ছোয়ায় সিলেটের সবচেয়ে সু-সংগঠিত -শক্তিশালী অঙ্গসংগঠনে পরিনত হয়। রাজপথে আপসহীন ভূমিকার কারণে নেতাকর্মী তাকেই আশা ভরসার স্থান মনে করে।
আবারো ভোট এসেছে সিলেট বিএনপিতে। ৬ ফেব্র“য়ারী জেলা বিএনপির সম্মেলন। বিএনপি নেতাকর্মীরা আবারো প্রস্তুত হচ্ছে কাউন্সিল ভোটের জন্য। এবার ভোট দিয়ে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বানাতে হবে। নির্বাচন এবং ‘জামান’ একই সূত্রে গাঁথা।
কেননা কাউন্সিল নির্বাচনে ‘জামান’ একটি জনপ্রিয় নাম। ১৯ বছর আগের কাউন্সিলে অনেক প্রতিকুল অবস্থার মাঝেও ‘জামান’ কে বিজয়ী করেছিলো সিলেটের তৃণমূল ভোটাররা। এবারও জামানের সামনে আরেকটি কাউন্সিল। এ কাউন্সিল কে সামনে রেখে তার পক্ষে নেতাকর্মীদের দিনরাত প্রচারণা শুরু হয়ে গেছে।
আসন্ন সিলেট জেলা বিএনপির কাউন্সিল কে সামনে রেখে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট সামসুজ্জামান জামান’র পক্ষে নেতাকর্মীরাা প্রচারণা শুরু করেছে।
সিলেট বিএনপির আন্দোলন সংগ্রামের প্রাণপুরুষ হিসেবে খ্যাত এডভোকেট সামসুজ্জামান জামান কে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাচ্ছেন সিলেট জেলা বিএনপির সিংহভাগ নেতৃবৃন্দ।
বেশ আগে থেকেই তার পক্ষে প্রচারণা শুরু হলেও সম্মেলনের তারিখ ঘোষণা পর তা যেন ভিন্ন মাত্রা পেয়েছে। অনলাইন, ফেসবুক , টুইটার সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম সামসুজামান জামান’র পক্ষে জনমত সৃষ্টি করছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসব সোস্যাল মিডিয়ায় ‘জামান কে সেক্রেটারী দেখতে চাই’- এমন হাজারো আবেদন নেতাকর্মীদের।
গত আন্দোলন সংগ্রামে রাজপথে জামান’র নেতৃত্বে গড়ে উঠা আন্দোলন সংগ্রামের ছবি আপলোড হচ্ছে প্রতিনিয়ত । তার উপর লাইক কমেন্টের ছড়াছড়ি। সবার একটাই দাবী ‘জামান’ কে সেক্রেটারী দেখতে চাই।
এছাড়া তার অনুসারী ও ঘনিষ্ঠজনরা তার ভূমিকা নিয়ে ষ্ট্যাটাস দিচ্ছেন একেরপর এক। পেপার কাটিং ও ভিডিও আপলোড করছেন কেউ কেউ। এ যেন এডভোকেট সামসুজ্জামান জামান’র পক্ষে নেতাকর্মীদের স্ব:তষ্ফুর্ত প্রচারণা ।
তাছাড়া সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, মহিলাদল, কৃষকদল, ওলামাদল, জাসাস সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ জামানের পক্ষে ভোট চাইছেন। বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে নেতাকর্মীরা যাচ্ছেন সিলেটের বিভিন্ন উপজেলা ও থানায়। নেমেছেন তার পক্ষে জোর প্রচারণায়। উপজেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দের কাছে নানা কৌশলে ভোট চাইছেন। গত আন্দোলন সংগ্রামে জামান’র ভূমিকা ও সংগ্রামী বলিষ্ট নেতৃত্বের কথা তুলে ধরছেন। কাউন্সিলরাও একবাক্যে প্রচারণাকারীদের বলে দিচ্ছেন ‘সামসুজ্জামান জামান’র ভূমিকা আমাদের বলতে হবে না। তিনি যে মাঠের নেতা আমরা জানি। দেশনেত্রী খালেদা জিয়ার ডাকে যে আন্দোলন সংগ্রাম তিনি গড়ে তুলেছেন তা থেকে তৃণমূলের নেতাকর্মীরা অনেক প্রেরণা পেয়েছে। এ জন্য তাকে অসংখ্য মামলার আসামী হতে হয়েছে। এ কারনেই উপজেলার নেতারা এবারো জামানের পক্ষেই থাকবে।’
এ বিষয়ে সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহাবয়ক নাজিম উদ্দিন লস্কর বলেন, ‘ সামসুজ্জামান জামান’র পক্ষে আমরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। সবাই জামান’র কথাই বলছে। দক্ষ ও পরীক্ষিত সংগঠক হিসেবে কাউন্সিলরাও তাকে চাচ্ছে। বর্তমান রাজনিতীতে সিলেট তার কোন সমকক্ষ নেতা নেই বলে আমরা বিশ্বাস করি। কাউন্সিলরদের কাছ যে সাড়া পাচ্ছি তাতেই মনে হচ্ছে বিশাল ব্যবধানেই বিজয়ী হবে জামান।’
তিনি আরো বলেন ‘জামানের পক্ষে ভোট বিপ্লব হবে।’
এদিকে জামান’র ঘনিষ্ট বিএনপি নেতারা জানিয়েছেন একটি সুষ্ঠ কাউন্সিলই তাদের প্রত্যাশা। . . . . . . . . .