বিরোধী দলে থাকতে চায় না জাতীয় পার্টি
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০১৬, ৩:৩৯ অপরাহ্ণজাতীয় সংসদে তথাকথিত বিরোধী দলের ভূমিকায় জাতীয় পার্টি আর থাকতে চায় না বলে জানিয়েছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
শনিবার দুপুর ১টার দিকে কিশোগঞ্জ সরকারি গুরুদলয়াল কলেজে মাদক বিরোধী প্রচারণা মাসের সমাপনী অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা চাই পার্লামেন্টে একটা ভালো পরিবেশ থাকবে, সরকার ভালো কাজ করলে তার সহযোগিতা করবো এবং জনস্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করলে তার প্রতিবাদ করবো। তবে, তথাকথিত বিরোধী দল, যেখানে বিরোধী দলের নেতা ৫ বছরে মাত্র ১০দিন পার্লামেন্টে যাবেন, এরকম বিরোধীদল আমরা হতে চাই না।’
মন্ত্রীপরিষদ থেকে জাতীয় পার্টির সদস্যদের পদত্যাগের বিষয়ে চুন্নু বলেন, ‘আগামীকাল দলের প্রেসিডিয়াম ও সংসদীয় দলের মিটিং শেষে সিদ্ধান্ত হবে। তবে, আপাতত পদত্যাগের কোনো সম্ভাবনা নেই। বরং সরকারের সাথে থেকে জাতীয় পার্টি দলকে সুসংগঠিত করতে পারছে।’
এ সময় জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার এসএম মুস্তায়িনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
. . . . . . . . .