‘হাসিনার ‘তখতে তাউশ’ একদিন ভেঙে পড়বে’

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০১৬, ৮:১৫ অপরাহ্ণবিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, ‘ঠুনকো অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। কারণ, তার বক্তব্যে রাষ্ট্রাদ্রোহিতার লেশমাত্রও ছিল না। এটি অবৈধ মামলা। তবে এ মামলা শেখ হাসিনা ও বর্তমান সরকারের জন্য ‘কাল’ হয়ে দাঁড়াবে। হাসিনার ‘তক্ত তাউস’ একদিন ভেঙে পড়বে।’
শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের হল রুমে ‘বহুদলীয় গণতন্ত্র ও সমকালীন রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুদু।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এ অনুষ্ঠানের আয়োজন করে।
দুদু আরো বলেন, ‘বিএনপি কখনো গণতন্ত্রকে হত্যা করেনি, বরং দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম করেছিলেন। তাই আমরা বেগম খালেদা জিয়াকে নিয়ে চিন্তিত নই, চিন্তিত শেখ হাসিনার জন্য।
কারণ, তিনি গণতন্ত্রের ট্র্যাকের বাইরে চলে গেছেন। আর গণতন্ত্রের বাইরে চলে গেলে তার ফল এ দেশে যে কী হয়, বিগত ৪৪ বছরে আমরা তা দেখেছি। গণতন্ত্রের বাইরে যাওয়ার জন্য এরশাদ ‘বিশ্ববেহায়া’ হিসেবে চিহ্নিত হয়েছে।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির জন্য আপনি গণতন্ত্রের ট্র্যাকে ফিরে আসুন। শহীদ জিয়াকে আপনার অনুসরণ করতে হবে না। গণতন্ত্রকে অনুসরণ করলেই আপনি শহীদ জিয়াকে স্মৃতিপটে দেখতে পাবেন।’
. . . . . . . . .