গোলাপগঞ্জে সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা : আটককৃতদের আদালতে প্রেরণ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০১৬, ৮:১৩ অপরাহ্ণগোলাপগঞ্জের ভাদেশ্বরে সন্ত্রাসী হামলায় ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৪(১)২০১৬। এ হামলার ঘটনায় আটককৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী।
উল্লেখ যে, গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গোলাপগঞ্জের ভাদেশ্বর মোকাম বাজারের তানিয়া ফ্যাশনের সামনে ৪/৫ জনের একদল সন্ত্রাসীদল ধারালো অস্ত্র দিয়ে রতন মিয়া(৩০) নামক এক যুবককে এলোপাতাড়ি হামলা চালায়। রতনের চিৎকারে আশপাশের লোকজন চলে আসে এবং হাতেনাতে ৩ জন সন্ত্রাসীকে ধরে গণধোলাই দিয়ে একটি দোকানে আটকে রাখে।
এ সময় স্থানীয়রা রতনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই কাজি মোক্তাদিরের নেতৃত্বে পুলিশের একটি টিম সন্ত্রাসীদের উদ্ধার করে থানায় নিয়ে যান।
আহত যুবক ভাদেশ্বর ইউপির ভাদেশ্বর গ্রামের শফির আলীর ছেলে রতন মিয়া।
পুলিশের হাতে আটককৃতরা হলেন, ঢাকা দক্ষিণ ইউপির দক্ষিণ কানিশাইল এলাকার কুতুর আলীর ছেলে সাইদুল ইসলাম (২৮), ভাদেশ্বর ইউপির উত্তর আলমপুর দরগাবাজার এলাকার জমসেদ আলীর ছেলে আব্দুর রহমান মিজান (৪০) ও ঢাকাদক্ষিণ ইউপির দক্ষিণ খানিশাইল এলাকার আছকর আলীর ছেলে আব্দুর রহিম।
. . . . . . . . .