বিএনপি নেতা-কর্মীরা প্রতিবছর জিয়াউর রহমানের জম্ম-মৃত্যু ও দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেখানে ঘটা করে ফুল দেন, সেখানে তার করব আছে কি না, সেটা আগে পরীক্ষা করে দেখা প্রয়োজন বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
তিনি বলেন, ইসলামের দৃষ্টিতে যেখানে কোনো কবর নাই, সেখানে কবর উল্লেখ্য করে ফুল দেওয়া নাজায়েজ। বেগম খালেদা জিয়া ও তার দলের নেতা-কর্মীরা সেই নাজায়েজ কাজটি করছেন কি না, তা পরীক্ষা করে দেখা প্রয়োজন।
বুধবার দুপুরে শিল্পকলার জাতীয় নাট্যশালায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
‘দেশের মানুষ এখন বিপন্ন’, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, এখন দেশে শান্তি বিরাজ করছে। কারণ দেশে পেট্রোল বোমা, অবরোধ, হরতাল নেই। সেটি সম্ভবত মির্জা ফখরুল ও তার দলের নেতা-কর্মীদের পছন্দ নয়। প্রকৃত পক্ষে দেশের মানুষ বিপন্ন বিএনপির হাতে। কারণ তারা দিনের পর দিন অবরোধ ডেকে জনগণকে অবরুদ্ধ করে রাখে। দেশের মানুষ নয়, বিএনপিই বিপন্ন।
সভায় সংগঠনের সহসভাপতি মোবারক আলী সিকদারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগের অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
রাইজিংবিডি/