আবারও নয়াপল্টন কার্যালয়ে যাচ্ছে ‘আসল বিএনপি’!

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০১৬, ২:১০ অপরাহ্ণঢাকা : বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের ‘জাতীয়তাবাদী জনতার উচ্চ আদালত’ বসাতে যাচ্ছেন দলটির পুনর্গঠনের মুখপাত্র দাবিদার কামরুল হাসান নাসিম।
রোববার দুপুর ২টা থেকে ৩টার মধ্যে নাসিমের অনুসারীরা কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে ডান দিক দিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অভিমুখে রওনা হবেন। সেখানে গিয়ে তারা ‘জাতীয়তাবাদী জনতার উচ্চ আদালত’ বসাবেন।
কামরুল হাসান নাসিম রোববার দুপুর ১টার দিকে বাংলামেইলকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে, গত ২ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জাতীয়তাবাদী জনতার উচ্চ আদালত’ বসানোর লক্ষ্যে কামরুল হাসান নাসিমের অনুসারীরা সেখানে যান। তবে ‘নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দখল হয়ে যাবে’- এমন আশঙ্কায় ওইদিন সকাল থেকেই কার্যালয়ের সামনে পাহারা বসায় দলটির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। ফলে নাসিমের অনুসারীরা পল্টন থানার সামনে দিয়ে জাতীয় পতাকা হাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গেলে ছাত্রদলের নেতা-কর্মীদের তাড়া খেয়ে পিছু হটে যায়। তবে নাসিম নিজে ওই কর্মসূচিতে হাজির ছিলেন না। তিনি পল্টন থানার সামনে অবস্থান করছিলেন।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এখন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ কার্যালয়ের স্টাফরা অবস্থান করছেন। কার্যালয়ের সামনে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি।
প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাতীয়তাবাদী জনতার নিম্ন আদালত’ বসান কামরুল হাসান নাসিম। সেখান থেকে বিএনপি পুনর্গঠনের জন্য দলটির গঠনতন্ত্র (সংবিধান) অনির্দিষ্টকালের জন্য স্থগিতের দাবি করেন তিনি।
একইসঙ্গে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জাতীয়তাবাদী জনতার উচ্চ আদালত’ বসানোর ঘোষণা দেয়া হয়। তবে কবে এ আদালত বসানো হবে, তার সুনির্দিষ্ট কোনো তারিখ তখন জানানো হয়নি।
জানতে চাইলে কামরুল হাসান নাসিম বলেন, ‘বিএনপিতে অভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গত এক বছর ধরে কাজ করছি। বিএনপিতে যেকোনো মুহূর্তে দলীয় বিপ্লব ঘটানো হবে। তবে দিন-ক্ষণ ঠিক করে বিপ্লব হয় না। এরই অংশ হিসেবে আজ দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জাতীয়তাবাদী জনতার উচ্চ আদালত’ বসানো হবে। সে লক্ষ্যে দলটির নেতা-কর্মীরা সেখানে যাবেন।’ . . . . . . . . .