ছাত্রদলের কমিটি পূর্ণাঙ্গ করতে গিয়ে ধমক খেলেন এ্যানি টুকু !
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০১৬, ১২:৫৭ অপরাহ্ণঢাকা:বুধবার সন্ধ্যায় বেগম জিয়ার গুলশানস্থ বাসভবনে যান বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদুজ্জামান এ্যানি, সহ ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মামুনুর রশিদ মামুন ও ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান। তারা অসুস্থ বিএনপির চেয়ারপার্সন বেগম জিয়াকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ সহ কয়েকটি ইউনিট কমিটি করার বিষয়ে জানাতে চাইলেই বেগম জিয়া তাদের ধমক দিয়ে বলেন তোমাদের সভাপতি রাজিব জেল থেকে বের হোক তারপর কমিটির বিষয়ে কথা হবে। এরপর আর কোন কথা না বলেই বেগম জিয়া তাদের বিদায় করেন বলে একটি সূত্রে জানা গেছে। এ বিষয়ে কথা বলার জন্য এ্যানি, টুকু, মামুন কিংবা আকরামের মোবাইলে বার বার কল করলেও কেউ ফোন রিসিভ করে নি। . . . . . . . . .