বানিয়াচংয়ে ‘চান্দের গাড়ি’ কেড়ে নিল বৃদ্ধের প্রাণ

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০১৬, ৯:১৭ অপরাহ্ণবানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে চান্দের গাড়ির (জিপ গাড়ি) চাপায় ৬০ বছর বয়সী বৃদ্ধ হরেন্দ্র চক্রবর্তী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যার দিকে ওই সড়কের রত্না নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই তিনি নিহত হন হরেন্দ্র চক্রবর্তী।
নিহত হরেন্দ্র চক্রবর্তী বানিয়াচং উপজেলার নতুন নোয়াগাওয়ের মৃত হরলাল চক্রবর্তীর পুত্র।
পুলিশ জানায়, জেলা শহর হবিগঞ্জ থেকে যাত্রীবাহী একটি চান্দের গাড়ি (জিপ) বানিয়াচং আসার পথে রত্নাবাজারে পৌঁছার পর রাস্তায় দাঁড়িয়ে থাকা হরেন্দ্রকে চাপা দেয়। গাড়ির চাপায় তার মাথাসহ দেহের বিভিন্ন অংশ থেতলে যায়।
দুর্ঘটনার পরপরই চান্দের গাড়ির চালক শুকুর আলী পালিয়ে যায়।
খবর পেয়ে বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসাপাতাল মর্গে প্রেরণ করেছে।
. . . . . . . . .