২৪নং ওয়ার্ড ছাত্রদলের বিক্ষোভ মিছিল
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০১৬, ১০:৪৩ পূর্বাহ্ণসিলেট, সোমবার, ১১ জানুয়ারি ২০১৬ :: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সিলেটের নিম্ন আদালতে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে সিলেট মহানগর ২৪নং ওয়ার্ড শাখা কর্তৃক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে মিছিলটি ওয়ার্ডের কয়েকটি এলাকা পদক্ষিণ করে সংক্ষিপ্ত সভার মধ্যে দিয়ে শেষ হয়।
ফরহাদ আহমদের সভাপতিত্বে কয়েছ আহমদ ও আব্দুল হাফিজ দিলওয়ারের যৌথ পরিচালনায় সভায় বক্ত্যব রাখেন- সাবেক ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সৈয়দ রহিম আলী রাসু ও মহানগর ছাত্রদল নেতা হুমায়ুন কবীর সুহিন। এসময় উপস্থিত ছিলেন-নবিবুর রহমান মুহিব, মনছুর আহমদ মাহফুজ, ফাহাদ মো. রাহেল, শামীম আহমদ, ছাব্বির আহমদ সোহাগ, আব্দুর শহীদ, নূরুল আহমদ, শাহরিয়ার আহমদ, রিদয় আহমদ রিয়াদ, শাকেল আহমদ, ইমন আহমদ, রুহেল আহমদ, আল-আমিন আহমদ, নাদির আহমদ, রিগাল আহমদ প্রমুখ।
. . . . . . . . .