দিতি ও রানীর চিকিৎসার্থে হাত বাড়ালেন প্রধানমন্ত্রী
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০১৬, ১০:৪০ অপরাহ্ণজনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতি ও রানী সরকারের পাশে দাড়ালেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘদিন ধরে অসুস্থ দিতির চিকিৎসার জন্য ১০ লাখ টাকা দিয়েছেন তিনি।রবিবার (১০ জানুয়ারি) বিকালে গণভবনে দিতির মেয়ে লামিয়া চৌধুরী ও ছেলে শাফায়াত চৌধুরী দীপ্তর হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন।
অভিনেত্রী দিতির পাশাপাশি অভিনেত্রী রাণী সরকারকে ৫ লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দিতি ও রাণী সরকারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিতি। মস্তিস্কে ক্যান্সার আক্রান্ত হওয়ায় সেখানেই দিতির চিকিৎসা চলছিল গত ২৫ জুলাই থেকে। মাঝে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরলেও শারীরিক অবস্থার অবনতি ঘটলে ফের নভেম্বরে এ হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন দিতি। কিন্তু এ দফায় আর কোনো সুখবর জোটেনি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এ নায়িকার ভাগ্যে।
ভারতে চিকিৎসা ব্যর্থ হয়ে শুক্রবার বিকেল ৪টায় চেন্নাই থেকে কন্যা লামিয়া ও পুত্র শাফায়াতসহ ঢাকায় পৌঁছান মরণাপন্ন এ নায়িকা। দেশে ফেরার পরপরই তাকে ভর্তি করা হয়েছে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি।
অন্যদিকে ৬০ এর দশকের বাংলা সিনেমার প্রথম সারির অভিনেত্রী রানী সরকারও বর্তমানে বার্ধক্যজনিত রোগে অসুস্থ এবং আর্থিক সংকটে রয়েছেন। তিনি বিয়ে করেননি। রাজধানীর মোহাম্মদপুরে একটি জরাজীর্ণ বাসায় জীবনযাপন করছেন। কাঁচের দেয়াল, অরুণ বরুণ কিরণ মালা, আনোয়ারাসহ ৬০ এর দশকে অসংখ্যা সিনেমার সফল অভিনেত্রী রানী সরকার।
. . . . . . . . .