সুবিদবাজারে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল, গাড়ী ভাংচুর

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০১৬, ২:১৪ অপরাহ্ণমানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিলে ফাঁসির দণ্ড বহাল থাকার প্রতিবাদে ঝটিকা মিছিল থেকে গাড়ী ভাংচুর করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
বুধবার সোয়া ১২টার দিকে নগরীর সুবিদবাজার এলাকায় ঝটিকা মিছিল শেষে এ ভাংচুর চালায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।
উল্লেখ্য, বুধবার সকাল ৯টার দিকে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে নিজামীর আপিল মামলাটির রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য তিন বিচারপতি হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
চূড়ান্ত রায়ে যে ৪টি অভিযোগে তার ফাঁসি দেয়া হয়েছিল তার মধ্যে তিনটি অভিযোগে ফাঁসি বহাল রাখেন আদালত। এ ছাড়া ১, ৩ ও ৪ নং অভিযোগে খালাস দিয়েছেন আদালত। . . . . . . . . .