সিলেটে ‘দুষ্কৃতিকারীরা’ সংঘর্ষ করেছে- ছাত্রলীগরা না, বললেন ওসি সোহেল
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০১৬, ৬:৫২ অপরাহ্ণছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট নগরীতে ছাত্রলীগের দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সোমবার বেলা আড়াইটার দিকে রিকাবীবাজার এলাকায় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও ছাত্রলীগের শামীমাবাদ এলাকার শাহীন আহমদের অনুসারী নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ বাধে।
এদিকে সোমবার বিকেল ৩টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনার সত্যতা জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ অনলাইন নিউজ পোর্টালকে বলেন, ‘ছাত্রলীগের দু’পক্ষের বিরোধ থাকার কারণে আজ নগরীতে মিছিল-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারা কোনো বিশৃঙ্খলা করবে না বলায় তাদের অনুমতি দেয়া হয়। সে অনুযায়ীই ছাত্রলীগ নেতাকর্মীরা নগরীতে শান্তিপূর্ণভাবে মিছিল-সমাবেশ করেছে। এতে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি।’
তাহলে রিকাবীবাজারে কাদের মধ্যে সংঘর্ষ হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার জানা মতে ছাত্রলীগ নেতাকর্মীরা সংঘর্ষ করেনি। আর যদি ছাত্রলীগ নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে তা হলে তারা দুষ্কৃতিকারী।’
উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ছাত্রলীগের দু’পক্ষ র্যালি বের করে। বেলা আড়াইটার দিকে র্যালি থেকে ফেরার পথে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও ছাত্রলীগের শামীমাবাদ এলাকার শাহীন আহমদের অনুসারী নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
সংঘর্ষের সময় রিকাবীবাজারস্থ স্টেডিয়াম মার্কেটের বেশ কয়েকটি ফার্মেসি ও দোকান ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকর্মীরা। এর প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা রাস্তায় মার্কেটের সামনের রাস্তা অবরোধ করে।
. . . . . . . . .