সিলেট সিলেট বিভাগের পৌরসভা নির্বাচনে আ.লীগের জয়জয়কার
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০১৫, ৮:২১ অপরাহ্ণসিলেট বিভাগের অনুষ্ঠিত ১৬টি পৌরসভা নির্বাচনের অধিকাংশগুলোতে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা জয়ী হয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেট জেলার জকিগঞ্জে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, গোলাপগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল জব্বার চৌধুরী এবং কানাইঘাট পৌরসভায়ও আওয়ামী লীগের ব্রিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন আল মিজান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।
এছাড়াও মৌলভীবাজার জেলার ৩টি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। জেলার সদর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলুর রহমান, বড়লেখা পৌরসভা নির্বাচনে আবুল ইমরান কামরান চৌধুরী, কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে জুয়েল আহমেদ এবং কুলাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শফি আলম ইউনুছ জয়লাভ করেছেন।
সুনামগঞ্জ জেলার সবকটি নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন। সুনামগঞ্জ সদর পৌরসভায় আয়ুব বখত জগলুল, জগন্নাথপুর পৌরসভায় হাজী আব্দুল মনাফ, ছাতকে আবুল কালাম চৌধুরী এবং দিরাই পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোশারফ হোসেন জয়ী হয়েছেন।
তবে হবিগঞ্জ জেলার সদর এবং নবীগঞ্জ পৌরসভায় বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।
– See more at: http://www.sylhetview24.com/news/details/Sylhet/47275#sthash.fGAhJUav.dpuf
. . . . . . . . .