সুনামগঞ্জে সাধারন ওয়ার্ডের ৬টিতে আ’লীগ, ২টিতে বিএনপি ও ১টিতে জাসদের প্রার্থী বিজয়ী : সংরক্ষিত ওয়ার্ডে ২টি আওয়ামীলীগ ও ১টি পেয়েছে বিএনপি
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০১৫, ৮:১৬ অপরাহ্ণসুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলরের ৩টি পদের মধ্যে ২টিতে আওয়ামীলীগ ও ১টিতে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন। ৯টি সাধারন ওয়ার্ডের কাউন্সিলর পদের মধ্যে ৬টিতে আওয়ামীলীগ,২টিতে বিএনপি ও ১টিতে জাসদের প্রার্থী বিজয়ী হয়েছেন।
সাধারন ওয়ার্ড কাউন্সিলর হিসেবে ১নং ওয়ার্ডে যুবলীগের হোসেন আহমদ রাসেল, ২ নং ওয়ার্ডে বিএনপির সৈয়দ ইয়াছিনুর রশীদ, ৩ নং ওয়ার্ডে জাসদের ফজর নূর,৪ নং ওয়ার্ডে যুবলীগের চঞ্চল কুমার লোহ, ৫ নং ওয়ার্ডে যুবলীগের গোলাম সাবেরীন সাবু , ৬ নং ওয়ার্ডে যুবলীগের আবাবিল নূর,৭নং ওয়ার্ডে যুবলীগের সামসুজ্জামান স্বপন,৮নং ওয়ার্ডে বিএনপির আহমদ নূর, ৯ নং ওয়ার্ডে আওয়ামীলীগের খুরশেদ আলম বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলরদের মধ্যে ১ নং ওয়ার্ডে আওয়ামীলীগের সুজাতা রানী রায়, ২ নং ওয়ার্ডে আওয়ামীলীগের শেলী চৌহান ময়না ও ৩ নং ওয়ার্ডে বিএনপির সৈয়দা জাহানারা বেগম বেসরকারীভাবে নির্বাচিত হন। সাধারন ওয়ার্ড কাউন্সিলরদের মধ্যে বর্তমান কাউন্সিলর হোসেন আহমদ রাসেল,সৈয়দ ইয়াছিনুর রশীদ দ্বিতীয়বারের মতো এবং আহমদ নূর তৃতীয়বারের মতো এবারও নির্বাচিত হন।
সাবেক কমিশনার খুরশেদ আলম গতবার পরাজিত হলেও এবার বিজয়ী হয়েছেন। সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরদের মধ্যে সুজাতা রানী রায় দ্বিতীয়বার ও সৈয়দা জাহানারা বেগম তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। মেয়র পদের প্রার্থীদের মধ্যে বর্তমান মেয়র আওয়ামীলীগের আয়্যুব বখত জগলুল এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।
. . . . . . . . .