স্বাভাবিক নির্বাচনের লেশ মাত্র দেখিনি: বিএনপি

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০১৫, ৭:২৫ অপরাহ্ণসদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনে স্বাভাবিক নির্বাচনের লেশ মাত্র দেখিনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার বিকাল সোয়া চারটায় খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে পৌরসভা নির্বাচন নিয়ে দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ২০০টিরও বেশি পৌরসভায় অনিয়ম হয়েছে। আমরা ওইসব পৌরসভার নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, এটা একটি প্রহসনের নির্বাচন হয়েছে। এ দেশের জনগণ এ নির্বাচন মেনে নিবে না। এটা একটি সাজানো নির্বাচন হয়েছে।
. . . . . . . . .