গোলাপগঞ্জে মেয়ের কোলেই ভোট দিলেন ১২০ বছরের রুখশানা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০১৫, ৬:৫৭ অপরাহ্ণ১২০ বৃদ্ধা রুখশানা আক্তার। স্বচক্ষেই দেখেছেন এ দেশের চড়াই-উৎরাই। দেশের সবগুলো নির্বাচনেই ভোট অনুষ্ঠান দেখেছেন। এখন বয়সের ভারে নুইয়ে পড়েছেন। চলাফেরা করেন অন্যের পায়ে ভর করে। কিন্তু নিজের নাগরিক দায়িত্ব পালন করতে আজো এসেছিলেন ভোট দিকে। জীবন সায়াহ্নে এসে নিজের ভোট সফলভাবে দিতে পারায় খুব খুশি এই বৃদ্ধা।
বুধবার বিকাল ৩টায় সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার উপজেলা ভোট কেন্দ্রে ভোট দেন তিনি। স্পষ্ট করে বলতে না পারলেও বেশ উচ্ছ্বাস নিয়েই বললেন, ‘জীবনের শেষ মুহুর্তে এসে নিজের ভোটটা দিতে পেরে বেশ ভালো লাগছে।’
মেয়ে ফাহমিদা আক্তার বলেন, ‘আমার মা অনেক আগ্রহ ছিল ভোট দিতে। তাই আমি কোলে করে মা নিয়ে ভোট কেন্দ্রে এসেছি।’
এমন ১২০ বছর বয়সী এই বৃদ্ধাকে ভোটকেন্দ্রে কোলে করে এনেছেন তার মেয়ে ফাহমিদা আক্তার। ভোটও দিয়েছেন কোলে বসেই। তিনি গোলাপগঞ্জ ৮নং ওয়ার্ডের ভোটার।
গোলাপগঞ্জ পৌরসভায় বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম বলেন, ‘ওই পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’ তবে সকাল থেকে প্রতিটি ভোট কেন্দ্রে পুরুষ ভোটের চেয়ে নারী ভোটের উপস্থিতি লক্ষণীয় বলে জানিয়েছেন তিনি।
বিকেল ৩টায় সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম বাংলামেইলকে বলেন, ‘নির্বাচন উপলক্ষে সিলেটের তিনটি পৌরসভায় কঠোর নিরপত্তা নেয়া হয়েছে। সকাল থেকে শান্তিপূর্নভাবে ভোট গ্রহণ চলছে।’ বিকাল ৩টা পর্যন্ত প্রায় ৬৫ শতাংশ ভো কাস্ট হয়েছে বলে জানান তিনি।
বুধবার সকাল ৮টা থেকে সিলেটের তিনটি পৌরসভায় ভোট দিচ্ছেন ভোটাররা। তবে সিলেটে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের সংখ্যা বলে দেখা গেছে।
. . . . . . . . .