হবিগঞ্জে সংঘর্ষের পর ৫ কেন্দ্র ভোটার শূন্য ছিল

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০১৫, ৬:৫৫ অপরাহ্ণহবিগঞ্জ পৌরসভা নির্বাচনে ৫টি ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনার পর ভোট কেন্দ্রগুলো শূন্য হয়ে পড়েছিল।
বুধবার সকাল ১১ টা থেকে পৌরসভার শায়েস্তাগনগর আবাসিক এলাকা থেকে ককটেল বিস্ফোরণের মধ্যে দিয়ে ভোট কেন্দ্রগুলোতে সংঘর্ষের ঘটনা শুরু হয়।
পরে একে একে হবিগঞ্জ জেলা পরিষদ ভোট কেন্দ্র, বিকে জিসি হাইস্কুল ভোট কেন্দ্র, গাউছিয়া একাডেমী ভোটকেন্দ্র, পিটিআই স্কুল ভোট কেন্দ্র ও স্টাফকোয়ার্টার প্রাইমারী স্কুল আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আতাউর রহমান সেলিম ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিজানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এসময় ৭১ টিভির সিনিয়র রিপোর্টার ফারজানা রহমানকে লাঞ্চিত করে এবং স্থানীয় পত্রিকার সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় শতাধিক রাউন্ড ফাঁকাগুলি নিক্ষেপ করে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বিকেল ৩টা পর থেকে ভোট উল্লেখিত ভোটকেন্দ্রগুলোসহ অধিকাংশ ভোট কেন্দ্রেগুলোতে ভোটারদের উপস্থিতি শূন্য হয়ে যায়। বর্তমানে নির্বাচনী এলাকায় পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে।
. . . . . . . . .