গোলাপগঞ্জ পৌরসভা: বৃটিশ ইলেকশন স্টাডির জরিপ, ৩ জনের মধ্যেই মূল লড়াই
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০১৫, ৬:৩৬ অপরাহ্ণসিলেটের গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে বিভিন্ন সংস্থার জরিপে দেখা গেছে মেয়র প্রার্থী সিরাজুল জব্বার চৌধুরী এগিয়ে রয়েছেন। নির্বাচনের আগের দিন ২৯ ডিসেম্বর সকাল ১১ টায় বিভিন্ন সংস্থা কর্তৃক চালিত জরিপের ফলাফল যৌথ ভাবে ঘোষণা করা হলে তাতে দেখা যায়, বেশীরভাগ ভোটার পরিবর্তনের পক্ষে মতামত দিয়েছেন।
বর্তমান মেয়র ও আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী জাকারিয়া আহমদ পাপলু মূল প্রতিদ্বন্দ্বিতায় আসার সম্ভাবনা কম বলে জরিপের ফলাফলে উঠে এসেছে।
মোট ৬ টি সংস্থা বিগত এক সপ্তাহ ধরে পৌর এলাকার ৯ টি ওয়ার্ডের সব শ্রেণীর মানুষের সঙ্গে নির্বাচন সংক্রান্ত ব্যাপারে মতামত গ্রহণ করে।
এছাড়া গোলাপগঞ্জ পৌরসভার প্রাণ কেন্দ্র গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ী, ক্রেতা, সিএনজি অটোরিক্সা চালক, টমটম চালক, রিক্সা চালক, কলোনীতে বসবাসরত নিম্ন আয়ের মানুষ, কৈলাশ টিলা গ্যাসফিল্ড, ঔষধ বিক্রয় প্রতিনিধি, বাসা বাড়ীর মালিক ও ভাড়াটিয়া সহ বিভিন্ন পেশার সঙ্গে সংশ্লিষ্টদের মতামত গ্রহণকালে পরিবর্তনের পক্ষে ৯৫ভাগ লোক মত প্রকাশ করেন।
এক্ষেত্রে নতুনদের মধ্যে কাকে বিজয়ী করা প্রয়োজন জরিপ কাজের সঙ্গে সংশ্লিষ্টরা নাগরিক সমাজের কাছে এমন প্রশ্ন করলে অনেকেই সিরাজুল জব্বার চৌধুরীর পক্ষে মত প্রয়োগ করেন। কোন কোন প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে এমন প্রশ্নের জবাবে ৭২ ভাগ ভোটারের মন্তব্য হচ্ছে নৌকা মূল প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারবে না।
এখানে সিরাজুল জব্বারের সঙ্গে বিএনপি প্রার্থী গোলাম কিবরিয়া চৌধূরী শাহিন ও স্বতন্ত্র প্রার্থী আমিনুর রহমান লিপনের প্রতিদ্বন্দ্বিতা হবে। নির্বাচনে সিরাজুল জব্বার চৌধুরী অনেক এগিয়ে থাকবেন বলে ৬৫ ভাগ ভোটার মনে করেন। এই তিন প্রার্থীর পেছনে নৌকার স্থান এবং অন্যান্য প্রার্থীরা এর পরবর্তীতে স্থান পেতে পারেন জনমত জরিপে ৮০ ভাগ ভোটার এমন মন্তব্য করেছেন। এদিকে জরিপ কাজ পরিচালনাকারী সংস্থার সমন্বয়কারী কনক কান্তি দাশ জরিপের ফলাফল প্রকাশকালীন সময়ে উল্লেখ করেন ভোটারদের ভোট প্রয়োগই বলে দিবে কে জয়ী হচ্ছেন। আমাদের জরিপ নির্বাচনী এলাকার জনসাধারনের সংগে কথা বলে সংগ্রহ করা হয়েছে। জরিপের ফলাফল শতভাগ বাস্তবায়ন নাও হতে পারে । সংস্থার নির্বাহী পরিচালক কাওছার রশীদ বিভিন্ন প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে যোগাযোগ করলে অনেকেই এ জরিপের ফলাফলের সঙ্গে ভিন্নমত পোষন করেন। এছাড়া কাউন্সিলর পদে (পুরুষ) পুরাতন ৪জন পূণরায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে, মহিলা কাউন্সিলরদের মধ্যে ১জন ফের বিজয়ী হতে পারেন বলে জনমত জরিপে দেখা গেছে। নির্বাচন নিয়ে ৬ টি সংস্থা ইতিমধ্যে একাধিক নির্বাচনী জরিপ কাজ করেছে, তাদের দেয়া জরিপ অনেকাংশেই বাস্তবে প্রমাণিত হয়েছে বলে সংস্থার বিভাগীয় সমন্বয়কারী শরীফ হোসেন সাংবাদিক সহ উপস্থিত সূধী মহলকে অবহিত করেন।
একই সময়ে সারাদেশের ২৩৪টি পৌরসভার জনমতের ভিত্তিতে সংগৃহিত ফলাফল বিভিন্ন বিভাগের কার্য্যালয় থেকে প্রকাশ করা হচ্ছে মর্মে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্রিটিশ ইলেকশন স্টাডির স্থানীয় প্রতিনিধি জানালেন।
. . . . . . . . .