দলে দলে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান খালেদার
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০১৫, ৬:৩১ অপরাহ্ণদলে দলে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। প্রশাসন ও পেশিশক্তি ব্যবহার করে সরকার নির্বাচনী ফলাফল ছিনতাই করতে চায় অভিযোগ করে দেশবাসীকে ‘ভোটের মর্যাদা’ রক্ষায় ভোটকেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
খালেদা জিয়া নিশ্চিত করেছেন, পৌর নির্বাচন থেকে সরছে না বিএনপি।
সোমবার রাজধানীর গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান বিএনপি নেত্রী।
সংবাদ সম্মেলনে বিএনপি নেত্রী অভিযোগ করেন, পৌর নির্বাচনে বিএনপির প্রার্থীদের ওপর হামলা করা হচ্ছে। তাদেরকে নির্বাচন থেকে সরিয়ে দিতে হুমকি দেওয়া হচ্ছে।
এ ছাড়া তিনি নির্বাচন কমিশনেরও সমালোচনা করেন।
. . . . . . . . .