পুলিশ ও নির্বাচন কমিশনের উপর আস্থা নেই : মোয়াজ্জেম

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০১৫, ২:১৩ অপরাহ্ণপুলিশ ও নির্বাচন কমিশনের উপর আস্থা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।
তিনি বলেন, ‘পুলিশ, নির্বাচন কমিশন বা নির্বাচন সংশ্লিষ্ট কোনো পক্ষই বিশ্বাসযোগ্য এমন কোনো কাজ করেনি যে তাদের উপর আমরা আস্থা রাখবো।’
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী’ উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন।
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সেনাবাহিনী উপস্থিত থাকলে আপনারা অনেক অপকর্ম করতে পারবেন না। তাই আপনারা সেনাবাহিনীকে বিশ্বাস করতে পারছেন না। আমরা সেনাবাহিনীকে বিশ্বাস করতে পারলে আপনারা কেন বিশ্বাস করতে পারবেন না?’
সরকারের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে মোয়াজ্জেম বলেন, ‘ভাষা আন্দোলন করেছি, মুক্তিযুদ্ধ করেছি, এবারের পৌর নির্বাচন সুষ্ঠু না হলে প্রয়োজনে দেশ বাঁচানোর জন্য আন্দোলন করবো।’
একই অনুষ্ঠানে বিএনপির আরেক জেষ্ঠ্য নেতা জয়নুল আবেদীন ফারুক নির্বাচন কমিশনকে উদ্দ্যেশ্য করে বলেন, ‘আপনার মার্কা হল ফ্রক আর চুড়ি। যদি সুষ্ঠু নির্বাচন করতে না পারেন তবে ফ্রক আর চুড়ি পরে ঘরে বসে থাকেন।’
আয়োজক সংগঠনের সভাপতি ওমর ফারুক পীরসাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ, জাতীয়তাবাদী নাগরিক দলের সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল, আনোয়ার হোসেন প্রমুখ। . . . . . . . . .