গোয়াইনঘাটে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০১৫, ৭:৫৬ অপরাহ্ণআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোয়াইনঘাটে ছাত্রলীগের বিবদমান দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারী গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন-সভাপতি গ্রুপের পক্ষে শাহজাহান সিদ্দিক সাবুল, মিছবাহ ও জাবের এবং সেক্রেটারী গ্রুপের সুমন। বাকীদের নাম তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি বাতিলের দাবিতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের নেতৃত্বে শতাধিক ছাত্রলীগ কর্মী মুক্তিযোদ্ধা কর্যালয়ের সম্মুখে জড়ো হয়। একই সময়ে সভাপতি গ্রুপের নেতাকর্মীরা পুরান বাসস্ট্যান্ড এলাকায় সমবেত হয়। বেলা ১টার দিকে উভয় গ্রুপ পৃথক মিছিল শুরু করে স্কুল গেইটের সম্মুখে এক পক্ষ অপর পক্ষের মুখোমুখি হয়। এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে উভয় পক্ষের ৮/১০ জন আহত হয়। আহতদের তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনার পর সেক্রেটারী গ্রুপ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা চত্বরে এসে এক পথ সভায় মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সেক্রেটারী আসাদুজ্জামান আসাদ, ছাত্রলীগ নেতা জুবের, সদরুল, মতিউর রহমান, সুমন, শিব্বির, রাজিব, আমিনুল, তাজ উদ্দিন, ফয়েজ, সুজন, আশরাফুল ও শামীম প্রমুখ।
অপরদিকে,সভাপতি গ্রুপ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় এসে এক পথ সভায় মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ‘র সভাপতি মিছবাহ উদ্দিন, সঞ সভাপতি শাহজাহান সিদ্দিক শাবুল, সহ সম্পাদক মারুফুল হাসান মারুফ, ছাত্রলীগ নেতা রুবেল, জাবের, মিছবাহ, শাহজান, সুমন, ডালিম, দুলাল, বাবুল, মোয়াবিয়াহ, নিজাম প্রমুখ।
এ রির্পোট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।
– See more at: http://www.newsmirror24.com/news/details/Sylhet/14358#sthash.wQv2wSjT.dpuf
. . . . . . . . .