ফেসবুকে ১ ঘণ্টায় ২,৪০,০০০ লাইক পেল যে ছবি
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০১৫, ৩:০৪ অপরাহ্ণসম্প্রতি ফেসবুকে মাত্র ১ ঘণ্টার মধ্যে ২ লাখ ৪০ হাজার লাইক পেয়েছে একটি ছবি। সেই ছবিটি হচ্ছে, একজন বাবাকে তার সদ্যজাত কন্যার ময়লা ডায়াপার পাল্টানোর ছবি।
ধরুন, ফেসবুকে আপনার কোনো বন্ধু যদি তার শিশুর ডায়াপার পাল্টানোর ছবি আপলোড করে, তাহলে আপনি হয়তো এ জাতীয় ছবি দেখতে ততটা ইচ্ছুক হবে না।
অথচ এমনই একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে, কারণ ছবিটি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও তার কন্যার।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও শীর্ষ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ডিসেম্বরের শুরুতে বাবা হয়েছেন। তার সদ্যজাত কন্যার নাম ম্যাক্স। আর এই খুশি উদযাপন করতে ২ মাসের ছুটি নিয়েছেন মার্ক জাকারবার্গ। তার মতে, সন্তানের জন্য বাবা এবং মা দুইজনেরই সময় দেওয়া প্রয়োজন।
এরপর থেকে ফেসবুকে সদ্যজাত কন্যার সঙ্গে আদরমাখা নানা ছবি পোস্ট করছেন তিনি। ১১ ডিসেম্বর তিনি পোস্ট করেন তার কন্যা ম্যাক্সের ময়লা ডায়াপার তিনি বদলে দিচ্ছেন- এমন একটি ছবি।
আর পোস্টের পরপরই এই ছবিটি মুহূতেই ভাইরাল হয়ে ওঠে। মাত্র ১ ঘণ্টারও কম সময়ে ছবিটি লাইক পড়ে ২ লাখ ৪০ হাজার! বর্তমানে ছবিটিতে লাইকের সংখ্যা ১৮ লাখ ছাড়িয়েছে।
. . . . . . . . .