‘দুর্ধর্ষ’ শিবির ক্যাডার থেকে ‘যুবলীগ নেতা’, স্বপ্ন এবার জনপ্রতিনিধিত্বের
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০১৫, ৯:৪৩ পূর্বাহ্ণনিউজ ডেস্ক:
ক্ষমতায় আসার পর থেকেই আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনে কৌশলে জামায়াত-শিবিরের অনেক নেতাকর্মী অুনপ্রবেশ করেছিলো। এসব অনুপ্রবেশকারীরা দলের ভেতরে আভ্যন্তরীন কোন্দল সৃষ্টিসহ নাশকতার সৃষ্টি করছে প্রতিনিয়ত। এবার চট্টগ্রামে এর প্রকাশ্য প্রমান মিললো। শিবিরের দুর্ধর্ষ ক্যাডার হয়েও মো. ফিরোজ যুবলীগ নেতা হিসেবে দোর্দন্ড প্রতাপে চালাচ্ছেন অপরাধমূলক কর্মকান্ড, এমনকি স্বপ্ন দেখছেন জনপ্রতিনিধি হওয়ার।
চট্টগ্রামের দুর্ধর্ষ শিবির ক্যাডার ও ডাকাতির মামলার আসামি মো. ফিরোজ নিজেকে যুবলীগের নেতা দাবি করে দুই সপ্তাহ আগে নগরে বিলবোর্ড টাঙিয়েছেন। তাকে বেশ কয়েক মাস ধরেই যুবলীগের মিছিল-সমাবেশে সামনের সারিতে দেখা যাচ্ছে।
২০১১ সালের ফেব্রুয়ারিতে এবং ২০১৩ সালের জুলাই মাসে অস্ত্রসহ দুইবার পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। নগরের মুরাদপুর এলাকায় টাঙানো ওই বিলবোর্ডে ফিরোজের ছবি ও নামের পাশে লেখা রয়েছে ‘যুবলীগ নেতা’। বিলবোর্ডে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির, সাবেক ছাত্রলীগ নেতা দিদারুল আলমসহ আরও দুজনের ছবি ব্যবহার করা হয়েছে। এতে লেখা রয়েছে: ‘দিদারুল আলমকে চট্টগ্রাম মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক পদে দেখতে চাই’।
. . . . . . . . .