কর ফাঁকির জন্য দান করেছেন জুকারবার্গ!

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০১৫, ৯:৫৫ পূর্বাহ্ণসম্প্রতি কন্যা সন্তানের জনক হয়েছেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নিবার্হী কর্মকর্তা মার্ক জুকারবার্গ। আর এই খুশিতে ফেসবুকের ৯৯ শতাংশ দাতব্য কাজে ব্যয় করার ঘোষণা দিয়েছেন তিনি। এই টাকা ব্যয় হবে পরবর্তী প্রজন্মের জন্য। এজন্য তিনি ও তার স্ত্রী প্রিসিলা চ্যানের নামে ‘চ্যান জুকারবার্গ ইনেশিয়েটিভ’ নামে দাতব্য কাজে দান করবেন বলে নিজের ইচ্ছা প্রকাশ করেন।
জুকারবার্গের নিজ মালিকানায় থাকা ফেসবুকের ৯৯ শতাংশ অর্থের পরিমান দাঁড়ায় সাড়ে চার হাজার কোটি ডলার। এই বিপুল পরিমান অর্থ দাতব্য কাজে ব্যয় করার জন্য তিনি লিমিটেড লায়াবিলিটি কোম্পানি (এলএলসি) গঠন করেছেন।
একটি সাধারণ তহবিল গঠন না করে এলএলসি কেনো গঠন করা হলো তা নিয়ে প্রযুক্তির দুনিয়ায় সমালোচনা ঝড় উঠেছে। কেননা, এলএলসির মাধ্যমে কোনো একটি প্রতিষ্ঠানের পুঁজি লাভজনক খাতে বিনিয়োগ করা যায়। আর এতে করে কর দিতে হয় খুবই কম।
এদিকে এই সমালোচনা স্বয়ং জুকারবার্গেরও দৃষ্টি গোচর হয়েছে। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই বিষয়টি সম্পর্কে নিজের অবস্থান তুলে ধরে বলেন, ‘প্রচলিত উপায়ে তহবিল গঠন না করে এলএলসি গঠন করে চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভে শেয়ার দানে আমরা করের কোনো সুবিধা নিচ্ছি না, তবে আমরা আমাদের ইচ্ছা কার্যকর করতে সুবিধা পাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘বরং প্রচলিত তহবিলে আমাদের শেয়ার দান করলে আমরা সঙ্গে সঙ্গে কিছু করবিষয়ক সুবিধা পেতাম, কিন্তু এলএলসি ব্যবহারে আমরা সেটা পাচ্ছি না। আর অন্য সবার মতো এলএলসি’র মাধ্যমে আমাদের শেয়ার বিক্রি করা হলে আমরা কর পরিশোধ করব।’
এর আগে জুকারবার্গ এবং তার স্ত্রী জানিয়েছিলেন, তারা শিক্ষা এবং চিকিৎসা খাতে এই অর্থ ব্যয় করতে চান।
. . . . . . . . .