সিলেট বিভাগের পৌরসভা নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীক পেলেন যারা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০১৫, ৯:৩৩ পূর্বাহ্ণপ্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীদের মনোনয়ন প্রদান চূড়ান্ত করা হয়েছে। বুধবার (০২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এই প্রক্রিয়া শেষ হয়। এর আগে মঙ্গলবার বিকেল থেকে ধানের শীষ প্রতীক দিয়ে প্রার্থীদের প্রত্যয়ণপত্র দেওয়া শুরু হয়।
সিলেট বিভাগে বিএনপির প্রতীক ধানের শীষ পেয়েছেন যারা-
সিলেট জেলা : জকিগঞ্জে বদরুল হক বাদল, কানাইঘাটে আবদুর রহিম, গোপালগঞ্জে শাহীন চৌধুরী।
সুনামগঞ্জ জেলা : সুনামগঞ্জ সদর পৌরসভায় অধ্য সেরিগুন, ছাতকে শামসুর রহমান, দিরাইয়ে মাইনুদ্দিন চৌধুরী, জগন্নাথপুরে রাজু আহমেদ।
মৌলভীবাজার জেলা : মৌলভীবাজার সদর পৌরসভায় অলিউর রহমান অলি, কমলগঞ্জে আবু ইব্রাহিম জমসের, কুলাউড়ায় কামালউদ্দিন আহমেদ, বড়লেখায় আনোয়ারুল ইসলাম।
হবিগঞ্জ জেলা : হবিগঞ্জ সদর পৌরসভায় জি কে গউস, নবীগঞ্জে সাবেরুল হক, মাধবপুরে হাবিবুর রহমান মানিক, শায়েস্তাগঞ্জে ফরিদ আহমেদ আলিম, চুনারুঘাটে নাজিমউদ্দিন সামসু।
বুধবার পর্যন্ত ২৩০ আসনে মেয়র পদে মনোনীত প্রার্থীদের কাছে প্রত্যয়নপত্র দিয়েছে বিএনপি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সারা দিন দলীয় প্রার্থী ও তাদের মনোনীত ব্যক্তিরা প্রত্যায়নপত্র স্বার করে নিয়ে গেছেন।
এ ব্যাপারে দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান বলেন, ‘মনোনয়নপত্র দাখিলের জন্য প্রত্যয়নপত্র সংশ্লিষ্টদের কাছে দিয়ে দিয়েছি। কয়েকটি আসনের মনোনয়ন নিয়ে কিছুটা কাজ বাকি আছে। আশা করছি, রাতেই এগুলো সমাধান হয়ে যাবে।’
দেশের ২৩৬ পৌরসভায় ৩০ ডিসেম্বর ভোটের তারিখ রেখে নির্বাচনের গত ২৪ নভেম্বর তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। আগ্রহী প্রার্থীরা ৩ ডিসেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়নপত্র বাছাই চলবে ৫ ও ৬ ডিসেম্বর। বৈধ প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর। প্রার্থীদের নিয়ে ভোট হবে ৩০ ডিসেম্বর।
. . . . . . . . .