এসএসসি ও সমমানের পরীক্ষার সূচি প্রকাশ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০১৫, ১০:৩৭ অপরাহ্ণশিক্ষা মন্ত্রণালয় ২০১৬ সালের মাধ্যমিক ও সমমান পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে।
এ সূচি অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ৮ মার্চ পর্যন্ত। দেশের আটটি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রবিবার (২৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.moedu.gov.bd) এ তথ্য প্রকাশ করা হয়েছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা পরীক্ষার সূচি দেখতে পারবে।
সূত্রমতে, আটটি সাধারণ বোর্ডের মাধ্যমিক, মাদ্রাসা বোর্ডের দাখিল এবং কারিগরি বোর্ডের মাধ্যমিক পরীক্ষা একযোগে ১ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ৮ মার্চ।
সকালের পরীক্ষা চলবে ১০-১টা পর্যন্ত। বিকালের পরীক্ষা দুপুর ২টা থেকে শুরু হয়ে চলবে ৫টা পর্যন্ত।
এ প্রথমবারের মতো প্রথমে এমসিকিউ (বহু নির্বাচনি) এবং পরে রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাশাপাশি উভয় পরীক্ষার মধ্যে ১০ মিনিট সময়ের ব্যবধান থাকবে।
পুনরায় নিরীক্ষার জন্য পরীক্ষার ফল প্রকাশের ৭ দিনের মধ্যে শিক্ষার্থীদের অনলাইনে এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে। . . . . . . . . .