চট্টগ্রামে এসএ পরিবহন অফিস থেকে এক লাখ পিস ইয়াবা জব্দ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০১৫, ১০:২৮ পূর্বাহ্ণচট্টগ্রামে এসএ পরিবহনের শাখা থেকে পাচারের সময় এক লাখ পিস ইয়াবা জব্দ করেছে র্যাব। এ সময় শাখা ব্যবস্থাপকসহ দু’জনকে আটক করা হয়। র্যাব জানায়, শনিবার রাতে এসএ পরিবহনের ধনিআলাপাড়া শাখা থেকে ইয়াবা পাচার হচ্ছে-এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় একটি কাঠের আলমারির ভেতরের দুটি ড্রয়ার থেকে এক লাখ পিস ইয়াবা জব্দ করে র্যাব। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাখার ব্যবস্থাপক এস এম মবিন ও কর্মচারী শামসুদ্দিন সবুজকে আটক করা হয়। কাঠের আলমারিটি ঢাকার নারায়ণগঞ্জের আনোয়ার হোসেন নামে একজনের কাছে পাঠানো হচ্ছিল বলে জানিয়েছে র্যাব। সূত্র: সময় টিভি
. . . . . . . . .